০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে: শিক্ষামন্ত্রী

সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে। এই সালে সীমিত পরিসরে চালু করা হবে দুইটি করে ট্রেডও। এরপর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে ট্রেড চালু করা হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে গড়ে তুলতে পারবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের ১০ যুগ পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের শুরুতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজর রাখছি। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’

দীপু মনি বলেন, ‘আমরা কিছু কিছু বিষয়কে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে রাখতে চাই। অর্থাৎ শিক্ষক প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি বছর যে নম্বরগুলো দেবেন, সেগুলোই বছর শেষে যুক্ত হয়ে যাবে তার ফাইনাল পরীক্ষার নম্বরের সঙ্গে। এটির পাইলট প্রজেক্টও শুরু হয়ে গেছে। চাঁদপুরেও দুটি স্কুলে এটির পাইলটিং চলছে।’ তিনি বলেন,‘আমরা আপাতত দু’টি বিষয়ে এটি করছি। তারপর সাফল্যের ওপর নির্ভর করে, আরও কিছু বিষয়কে এ ধারাবাহিক মূল্যায়নে নিয়ে আসবো।,

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। এ জন্য আমরা কারিকুলামকে যুগোপযোগী করছি। সব মিলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষায় বিনিয়োগ বাড়ছে। আমাদের অবকাঠামোতগত উন্নয়ন হচ্ছে।’ তিনি বলেন, গত ১০ বছরে শিক্ষায় সংখ্যাগত দিক থেকে সবাইকে নিয়ে আসার ব্যাপারে কাজ করেছি এবং তাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।’

অনুষ্ঠান আরও বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এ কে এম ফজলুল হক মিঞা, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ যুগ পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব শুক্রবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, স্মৃতিচারণ, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

২০২১ সালের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে: শিক্ষামন্ত্রী

পোস্ট হয়েছেঃ ০৮:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে। এই সালে সীমিত পরিসরে চালু করা হবে দুইটি করে ট্রেডও। এরপর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে ট্রেড চালু করা হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে গড়ে তুলতে পারবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের ১০ যুগ পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের শুরুতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজর রাখছি। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’

দীপু মনি বলেন, ‘আমরা কিছু কিছু বিষয়কে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে রাখতে চাই। অর্থাৎ শিক্ষক প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি বছর যে নম্বরগুলো দেবেন, সেগুলোই বছর শেষে যুক্ত হয়ে যাবে তার ফাইনাল পরীক্ষার নম্বরের সঙ্গে। এটির পাইলট প্রজেক্টও শুরু হয়ে গেছে। চাঁদপুরেও দুটি স্কুলে এটির পাইলটিং চলছে।’ তিনি বলেন,‘আমরা আপাতত দু’টি বিষয়ে এটি করছি। তারপর সাফল্যের ওপর নির্ভর করে, আরও কিছু বিষয়কে এ ধারাবাহিক মূল্যায়নে নিয়ে আসবো।,

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। এ জন্য আমরা কারিকুলামকে যুগোপযোগী করছি। সব মিলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষায় বিনিয়োগ বাড়ছে। আমাদের অবকাঠামোতগত উন্নয়ন হচ্ছে।’ তিনি বলেন, গত ১০ বছরে শিক্ষায় সংখ্যাগত দিক থেকে সবাইকে নিয়ে আসার ব্যাপারে কাজ করেছি এবং তাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।’

অনুষ্ঠান আরও বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এ কে এম ফজলুল হক মিঞা, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ যুগ পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব শুক্রবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, স্মৃতিচারণ, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়।