০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ স্থানীয় আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান।

এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, আকবর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আজাহার খান, আজিবর রহমান শেখ, আহম্মেদ চৌধুরী, আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, শিক্ষক আব্দুর রাজ্জাক, বরাট ইউপির সদস্য শহীদুজ্জামান রাজা, দাদশী ইউপির সদস্য সৈকত ইসলাম, ব্যবসায়ী মাছেম সরদার, জনি মন্ডল, শাখাওয়াত হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মির্জা আসিফ আকবর নিবিড়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তানজিনা খান, সহকারী সার্জন ডাঃ শারমিন জাহান, সহকারী সার্জন ডাঃ সিঞ্চন সাহা, মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার কনা, ডাঃ মোঃ আরিফুজ্জামান ও ডাঃ নূরুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় স্থানীয় ৫ শতাধিক মানুষকে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন)সহ বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প চলাকালে বিকালে বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ক্যাম্প পরিদর্শন করেন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আসা ভবদিয়া গ্রামের বাসিন্দা তিশা আক্তার বলেন, আমার প্রেসক্রিপশনে কয়েক ধরনের ওষুধ লেখা হলেও সব ওষুধ দেয়া হয়নি। কিছু ওষুধ দেয়া হয়েছে, আর কিছু ওষুধের দোকান থেকে কিনতে হবে। সব ওষুধগুলো দিলে ভালো হতো।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডাঃ তানজিনা খান যুগান্তরকে বলেন, মূলতঃ ক্যালসিয়াম, আয়রন, ব্যথানাশক-এ জাতীয় ওষুধ দেয়া হচ্ছে। তবে প্রেসক্রিপশন অনুযায়ী সবগুলো ওষুধ দিতে পারলে ভালো হতো।

আকবর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আজাহার খান বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী আকবর খানের সার্বিক ব্যবস্থাপনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ স্থানীয় আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান।

এ সময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, আকবর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আজাহার খান, আজিবর রহমান শেখ, আহম্মেদ চৌধুরী, আলহাজ্ব এম.এ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, শিক্ষক আব্দুর রাজ্জাক, বরাট ইউপির সদস্য শহীদুজ্জামান রাজা, দাদশী ইউপির সদস্য সৈকত ইসলাম, ব্যবসায়ী মাছেম সরদার, জনি মন্ডল, শাখাওয়াত হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মির্জা আসিফ আকবর নিবিড়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তানজিনা খান, সহকারী সার্জন ডাঃ শারমিন জাহান, সহকারী সার্জন ডাঃ সিঞ্চন সাহা, মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নাহার কনা, ডাঃ মোঃ আরিফুজ্জামান ও ডাঃ নূরুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় স্থানীয় ৫ শতাধিক মানুষকে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন)সহ বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প চলাকালে বিকালে বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ক্যাম্প পরিদর্শন করেন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আসা ভবদিয়া গ্রামের বাসিন্দা তিশা আক্তার বলেন, আমার প্রেসক্রিপশনে কয়েক ধরনের ওষুধ লেখা হলেও সব ওষুধ দেয়া হয়নি। কিছু ওষুধ দেয়া হয়েছে, আর কিছু ওষুধের দোকান থেকে কিনতে হবে। সব ওষুধগুলো দিলে ভালো হতো।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডাঃ তানজিনা খান যুগান্তরকে বলেন, মূলতঃ ক্যালসিয়াম, আয়রন, ব্যথানাশক-এ জাতীয় ওষুধ দেয়া হচ্ছে। তবে প্রেসক্রিপশন অনুযায়ী সবগুলো ওষুধ দিতে পারলে ভালো হতো।

আকবর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আজাহার খান বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী আকবর খানের সার্বিক ব্যবস্থাপনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।