০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের ভাড়া বাসায় গ্রামীণ ব্যাংক মাঠকর্মীর স্ত্রীর ঝুলন্ত লাশ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ভাড়া বাসা থেকে শনিবার রাতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধুর নাম শিশির আক্তার কলি (২৬)। সে বেসরকারী গ্রামীণ ব্যাংক স্থানীয় কার্যালয়ের মাঠ কর্মী হুমায়ুন কবির ওরফে মিল্টন এর স্ত্রী।

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মো. রেজাউল করীমের মেয়ে শিশির আক্তার কলির সাথে হুমায়ুনের প্রেমের সর্ম্পক করে প্রায় চার বছর আগে বিয়ে হয়। গৃহবধুর পরিবারের অভিযোগ, স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের খারাপ আচরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। স্বামীর দাবী, প্রেমের বিয়ে এখনো মেনে না নেওয়ায় পরিবার থেকে চাপাচাপির কারণে আত্মহত্যা করতে পারে।

পরিবার ও স্থানীয় কয়েকজন জানান, এক গ্রামের বাসিন্দা হওয়ায় হুমায়ুন কবিরের সাথে শিশির আক্তার কলির মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরিবারের অমতে নিজেদের পছন্দ মতো চার বছর আগে বিয়ে করে। হুমায়ুন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাখা গ্রামীন ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) হিসেবে বদলি হলে গত প্রায় দুই বছর ধরে দৌলতদিয়া ঘাট বাজারের স্থানীয় আরিফ মাহমুদ এর বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস শুরু করে।

শনিবার (২ জানুয়ারী) বিকেলে হুমায়ুন কাজে বাড়ির বাইরে যায়। রাত ৮টার দিকে ঘরের দরজা বন্ধ পেয়ে অন্যান্য ভাড়াটিয়া গৃহবধু কলিকে ডাকাডাকি করতে থাকে। সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে সবাই দেখতে পান ঘরের আড়ার সাথে গৃহবধু ঝুলে আছে। তাৎক্ষনিক বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা রেজাউল করীমের অভিযোগ, পরিবারের অপছন্দে বিয়ে করায় প্রথমে কেউ মেনে না নিলেও এক বছর ধরে মেনে নেই। কলি পরিবারের তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড়। শনিবার দুপুরে কলি ফোনে জানায়, শ্বশুর নুরুল ইসলাম ফোনে হুমায়ুনকে রাগারাগি করতে থাকে। বাবার কথা শুনে হুমায়ুন রাগারাগি করায় আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির বলেন, ছাত্র জীবন থেকে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের পর কলিকে এম এ পাশ করিয়েছি। কোন কিছুর অভাব রাখিনি। এখন পর্যন্ত শ্বশুর বাড়ির লোকজন আমাদের মেনে নেয়নি বরং প্রায় কলিকে ফোন করে শ্বশুর বাড়ির লোকজন নানা কথা বলে বিষিয়ে তোলে। শনিবার বিকেলে তাকে ভালোভাবে রেখে জরুরী কাজে রাজবাড়ী গেছি। খবর পেয়ে রাজবাড়ী থেকে ছুটে এসে দেখি আমার সব শেষ। সবকিছু রেখে আমাকে ফেলে এভাবে চলে গেল? আমার বাবা অনেক ভালবাসতো।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে রোববার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের ভাড়া বাসায় গ্রামীণ ব্যাংক মাঠকর্মীর স্ত্রীর ঝুলন্ত লাশ

পোস্ট হয়েছেঃ ০৯:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ভাড়া বাসা থেকে শনিবার রাতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধুর নাম শিশির আক্তার কলি (২৬)। সে বেসরকারী গ্রামীণ ব্যাংক স্থানীয় কার্যালয়ের মাঠ কর্মী হুমায়ুন কবির ওরফে মিল্টন এর স্ত্রী।

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মো. রেজাউল করীমের মেয়ে শিশির আক্তার কলির সাথে হুমায়ুনের প্রেমের সর্ম্পক করে প্রায় চার বছর আগে বিয়ে হয়। গৃহবধুর পরিবারের অভিযোগ, স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের খারাপ আচরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। স্বামীর দাবী, প্রেমের বিয়ে এখনো মেনে না নেওয়ায় পরিবার থেকে চাপাচাপির কারণে আত্মহত্যা করতে পারে।

পরিবার ও স্থানীয় কয়েকজন জানান, এক গ্রামের বাসিন্দা হওয়ায় হুমায়ুন কবিরের সাথে শিশির আক্তার কলির মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরিবারের অমতে নিজেদের পছন্দ মতো চার বছর আগে বিয়ে করে। হুমায়ুন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাখা গ্রামীন ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) হিসেবে বদলি হলে গত প্রায় দুই বছর ধরে দৌলতদিয়া ঘাট বাজারের স্থানীয় আরিফ মাহমুদ এর বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস শুরু করে।

শনিবার (২ জানুয়ারী) বিকেলে হুমায়ুন কাজে বাড়ির বাইরে যায়। রাত ৮টার দিকে ঘরের দরজা বন্ধ পেয়ে অন্যান্য ভাড়াটিয়া গৃহবধু কলিকে ডাকাডাকি করতে থাকে। সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে সবাই দেখতে পান ঘরের আড়ার সাথে গৃহবধু ঝুলে আছে। তাৎক্ষনিক বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা রেজাউল করীমের অভিযোগ, পরিবারের অপছন্দে বিয়ে করায় প্রথমে কেউ মেনে না নিলেও এক বছর ধরে মেনে নেই। কলি পরিবারের তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড়। শনিবার দুপুরে কলি ফোনে জানায়, শ্বশুর নুরুল ইসলাম ফোনে হুমায়ুনকে রাগারাগি করতে থাকে। বাবার কথা শুনে হুমায়ুন রাগারাগি করায় আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির বলেন, ছাত্র জীবন থেকে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের পর কলিকে এম এ পাশ করিয়েছি। কোন কিছুর অভাব রাখিনি। এখন পর্যন্ত শ্বশুর বাড়ির লোকজন আমাদের মেনে নেয়নি বরং প্রায় কলিকে ফোন করে শ্বশুর বাড়ির লোকজন নানা কথা বলে বিষিয়ে তোলে। শনিবার বিকেলে তাকে ভালোভাবে রেখে জরুরী কাজে রাজবাড়ী গেছি। খবর পেয়ে রাজবাড়ী থেকে ছুটে এসে দেখি আমার সব শেষ। সবকিছু রেখে আমাকে ফেলে এভাবে চলে গেল? আমার বাবা অনেক ভালবাসতো।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে রোববার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।