০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাস নিয়ে তর্কাতর্কি রাজবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আটক-৫

 হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে শনিবার সকালে করোনা ভাইরাস নিয়ে তর্কা তকির এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে লাভলু মোল্লা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘর্ষে নিহত লাভলু মোল্লার ভাই বাবলু মোল্লাকে (৩৫) গুরতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু মোল্লা রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মরণব্যাধী করোনা ভাইরাস নিয়ে গত তিন দিন আগে গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক ডাক্তারের সাথে নিহত লাভলু মোল্লার ভাই মান্নান মোল্লার সাথে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার সকালে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডা পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে লাভলু মোল্লা ও তার ভাই বাবলু মোল্লাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাভলু মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া গুরুতর অবস্থায় বাবলু মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) স্বপন কুমার মজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালেক ডাক্তার গ্রুপের ৫ জনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম বলেন, করোনাভাইরাস নিয়ে তিনদিন আগে স্থানীয় খালেক ডাক্তারের সাথে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাভলু মোল্লাকে গুুরতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসাপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনা ভাইরাস নিয়ে তর্কাতর্কি রাজবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আটক-৫

পোস্ট হয়েছেঃ ০৬:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

 হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে শনিবার সকালে করোনা ভাইরাস নিয়ে তর্কা তকির এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে লাভলু মোল্লা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘর্ষে নিহত লাভলু মোল্লার ভাই বাবলু মোল্লাকে (৩৫) গুরতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু মোল্লা রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মরণব্যাধী করোনা ভাইরাস নিয়ে গত তিন দিন আগে গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক ডাক্তারের সাথে নিহত লাভলু মোল্লার ভাই মান্নান মোল্লার সাথে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার সকালে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডা পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে লাভলু মোল্লা ও তার ভাই বাবলু মোল্লাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাভলু মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া গুরুতর অবস্থায় বাবলু মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) স্বপন কুমার মজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালেক ডাক্তার গ্রুপের ৫ জনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম বলেন, করোনাভাইরাস নিয়ে তিনদিন আগে স্থানীয় খালেক ডাক্তারের সাথে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাভলু মোল্লাকে গুুরতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসাপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।