০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে রিভলবার সদৃশ্য অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই তরুণ আটক

ফিরোজ আহম্মেদঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুরে র্যাব-১২ পাবনার একটি দল অভিযান চালিয়ে রিভলবার সদৃশ্য অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাবড়ি সহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার মো. জালাল শেখের ছেলে মো. শামিম শেখ (২২) ও ওয়াহিদ ফকির পাড়ার শাহজাহান শেখের ছেলে মো. কামরুল হাসান (১৯)। 

র‌্যাব জানায়, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের এস.আই মো. সামিউল হক শিপন সহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি পিকআপ যোগে পাবনার ঈশ্বরদী থানা এলাকায় টহলে থাকাকালীন রুপপুর মোড়ে অবস্থানকালে সকাল ৯ঃ৫০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোয়ালন্দ ঘাট থানাধীন ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দুপুর ১ঃ৩০ মিনিটের সময় কতিপয় ব্যাক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করবে। সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের মাধ্যমে র্যাব হেডকোয়ার্টার্স এর অনুমতিতে র্যাব-৮ খুলনার সাথে সমন্বয় করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুপুরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মহাসড়কে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আছে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশিকালে শামিম শেখের পরিহিত প্যান্টের সাথে কোমরের পিছন হতে একটি কালো বর্নের মরিচা পড়া রিভলবার সদৃশ্য যার ব্যারেল, ট্রিগার গার্ড, ম্যাগাজিন লোহার তৈরি। রিভলভারের ম্যাগজিন খোলা যায় না এবং ম্যাগজিন খালি। একই আসামির পরিহিত প্যান্টের সামনের ডানপাশের পকেট থেকে ১০টি জিপার প্যাকেটে রক্ষিত ১,৯৫০টি হালকা গোলাপি বর্নের ইয়াবাবড়ি ও কামরুল হাসানে এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪টি জিপার প্যাকেটে ৮৭৫টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে রিভলবার সদৃশ্য অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই তরুণ আটক

পোস্ট হয়েছেঃ ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

ফিরোজ আহম্মেদঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুরে র্যাব-১২ পাবনার একটি দল অভিযান চালিয়ে রিভলবার সদৃশ্য অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাবড়ি সহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার মো. জালাল শেখের ছেলে মো. শামিম শেখ (২২) ও ওয়াহিদ ফকির পাড়ার শাহজাহান শেখের ছেলে মো. কামরুল হাসান (১৯)। 

র‌্যাব জানায়, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের এস.আই মো. সামিউল হক শিপন সহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি পিকআপ যোগে পাবনার ঈশ্বরদী থানা এলাকায় টহলে থাকাকালীন রুপপুর মোড়ে অবস্থানকালে সকাল ৯ঃ৫০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোয়ালন্দ ঘাট থানাধীন ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দুপুর ১ঃ৩০ মিনিটের সময় কতিপয় ব্যাক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করবে। সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের মাধ্যমে র্যাব হেডকোয়ার্টার্স এর অনুমতিতে র্যাব-৮ খুলনার সাথে সমন্বয় করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুপুরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মহাসড়কে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আছে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশিকালে শামিম শেখের পরিহিত প্যান্টের সাথে কোমরের পিছন হতে একটি কালো বর্নের মরিচা পড়া রিভলবার সদৃশ্য যার ব্যারেল, ট্রিগার গার্ড, ম্যাগাজিন লোহার তৈরি। রিভলভারের ম্যাগজিন খোলা যায় না এবং ম্যাগজিন খালি। একই আসামির পরিহিত প্যান্টের সামনের ডানপাশের পকেট থেকে ১০টি জিপার প্যাকেটে রক্ষিত ১,৯৫০টি হালকা গোলাপি বর্নের ইয়াবাবড়ি ও কামরুল হাসানে এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪টি জিপার প্যাকেটে ৮৭৫টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।