০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৫ জনের শরীরে করোনা শনাক্তঃ জেলাব্যাপী ১০ দিনের জন্য লক ডাউন

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ৫জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

জেলা সদরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা শনাক্ত হওয়ায় জেলা প্রশাসক রাজবাড়ী জেলাকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এ আদেশ শনিবার দুপুরে ঘোষনার পর থেকে কার্যকর শুরু হয়েছে।

আক্রান্ত ব্যাক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ গ্রামের শাহ আলম মিয়ার ছেলে শিহাব (২০), বিনোদপুর নতুন মসজিদ সংলগ্ন এলাকার সোবহান খানের ছেলে জহিরুদ্দিন (৬৫), চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে রাতুল (২৬), বিনোদপুর গ্রামের মঞ্জুরাণী (৩৫) ও বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের অরুন চন্দ্র (৭০)। তাদের সবাইকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান খান বলেন, করোনাভাইরাসে পাঁচ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার পর রাজবাড়ী সদর উপজেলা শহর এলাকা লকডাউনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে জেলা প্রশাসক মহদোয় আনুষ্ঠানিক ঘোষনা দিবেন বলে জানান।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছিলাম। সেখান থেকে আমাদের কাছে যে রির্পোট এসেছে তাতে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আমাদের একটি সভা হয়েছে। সভায় লকডাউনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পুরো রাজবাড়ী জেলাকে ১০দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। ঘোষনা করা পর এ আদেশ কার্যকর করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ৫ জনের শরীরে করোনা শনাক্তঃ জেলাব্যাপী ১০ দিনের জন্য লক ডাউন

পোস্ট হয়েছেঃ ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ৫জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

জেলা সদরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা শনাক্ত হওয়ায় জেলা প্রশাসক রাজবাড়ী জেলাকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এ আদেশ শনিবার দুপুরে ঘোষনার পর থেকে কার্যকর শুরু হয়েছে।

আক্রান্ত ব্যাক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ গ্রামের শাহ আলম মিয়ার ছেলে শিহাব (২০), বিনোদপুর নতুন মসজিদ সংলগ্ন এলাকার সোবহান খানের ছেলে জহিরুদ্দিন (৬৫), চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে রাতুল (২৬), বিনোদপুর গ্রামের মঞ্জুরাণী (৩৫) ও বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের অরুন চন্দ্র (৭০)। তাদের সবাইকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান খান বলেন, করোনাভাইরাসে পাঁচ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার পর রাজবাড়ী সদর উপজেলা শহর এলাকা লকডাউনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে জেলা প্রশাসক মহদোয় আনুষ্ঠানিক ঘোষনা দিবেন বলে জানান।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছিলাম। সেখান থেকে আমাদের কাছে যে রির্পোট এসেছে তাতে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আমাদের একটি সভা হয়েছে। সভায় লকডাউনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পুরো রাজবাড়ী জেলাকে ১০দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। ঘোষনা করা পর এ আদেশ কার্যকর করা হয়েছে।