০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড এ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি এক বছর ৫ মাস ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ-উজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক এসএম নওয়াব আলী, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার, কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো’র গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, উপ-পরিদর্শক (এস.আই) এনায়েত মোল্লা, কবি নেহাল মাহমুদ, পুলিশ সদস্যদের পক্ষ থেকে মুক্তা আক্তার ও এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পুলিশ সুপারের সহধর্মনী সহ পরিবারের সদস্যবৃন্দ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী শুকলা সরকার, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম মুন্সী, ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, আইনজীবী মোস্তফা কবির প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর দক্ষতা দেখিয়েছেন। দৌলতদিয়া ঘাটসহ জেলার বিভিন্ন পর্যায়ে অপরাধ দমন করা সহ সবক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। তাঁর সময়কালে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। তাঁর মতো দক্ষ পুলিশ সুপার আরো বেশ কিছুদিন এ জেলায় দরকার ছিল। করোনার কারণে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে পারিনি, তবে স্বরাষ্ট্র মন্ত্রীকে বিষয়টি বলেছিলাম।

এ ছাড়া করোনাকালীন সময়ে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। দ্রুততার সাথে তিনি হ্যান্ডস্যানিটাইজার তৈরী করে জেলাব্যাপী বিনামূল্যে বিতরণ করা থেকে শুরু করে ত্রাণ সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রেখেছেন। ১ বছর ৫ মাসে তাঁর কর্মকা- জেলায় বিশাল এক প্রভাব ফেলেছিল। আশা করি তিনি যেখানেই থাকবেন তাঁর দক্ষতা তিনি দেখাবেন।

বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) বিভিন্ন বক্তার বরাত দিয়ে বলেন, আমি আমার ওপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করেছি। তবে সবাইকে সাথে নিয়ে চেষ্টা করেছি শান্তিপূর্ণ রাজবাড়ী জেলা গড়তে। আমি যেখানেই থাকি মনে করি শহরের মানুষ বিনা শঙ্কচে মন খুলে চলাফেরা করবে। কেউ কারো দিকে বাঁকা চোখে তাকাবে না। এমন একটা পরিবেশের স্বপ্ন দেখি সব সময়। আর মনে সৎ সাহস থাকলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আপনাদের সহযোগিতায় দৌলতদিয়া ঘাটের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা, রাজবাড়ী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা, পাংশা, বালিয়াকান্দিসহ অন্যান্য উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে বিদায়ী পুলিশ সুপারকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা সিআইডির পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পক্ষ থেকে শরিফুল ইসলাম, ব্যবসায়ী সুকলা সরকার, কবি নেহাল মাহমুদ তাঁকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ১০:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড এ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি এক বছর ৫ মাস ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ-উজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক এসএম নওয়াব আলী, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার, কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো’র গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, উপ-পরিদর্শক (এস.আই) এনায়েত মোল্লা, কবি নেহাল মাহমুদ, পুলিশ সদস্যদের পক্ষ থেকে মুক্তা আক্তার ও এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পুলিশ সুপারের সহধর্মনী সহ পরিবারের সদস্যবৃন্দ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী শুকলা সরকার, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম মুন্সী, ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, আইনজীবী মোস্তফা কবির প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর দক্ষতা দেখিয়েছেন। দৌলতদিয়া ঘাটসহ জেলার বিভিন্ন পর্যায়ে অপরাধ দমন করা সহ সবক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। তাঁর সময়কালে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। তাঁর মতো দক্ষ পুলিশ সুপার আরো বেশ কিছুদিন এ জেলায় দরকার ছিল। করোনার কারণে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে পারিনি, তবে স্বরাষ্ট্র মন্ত্রীকে বিষয়টি বলেছিলাম।

এ ছাড়া করোনাকালীন সময়ে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। দ্রুততার সাথে তিনি হ্যান্ডস্যানিটাইজার তৈরী করে জেলাব্যাপী বিনামূল্যে বিতরণ করা থেকে শুরু করে ত্রাণ সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রেখেছেন। ১ বছর ৫ মাসে তাঁর কর্মকা- জেলায় বিশাল এক প্রভাব ফেলেছিল। আশা করি তিনি যেখানেই থাকবেন তাঁর দক্ষতা তিনি দেখাবেন।

বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) বিভিন্ন বক্তার বরাত দিয়ে বলেন, আমি আমার ওপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করেছি। তবে সবাইকে সাথে নিয়ে চেষ্টা করেছি শান্তিপূর্ণ রাজবাড়ী জেলা গড়তে। আমি যেখানেই থাকি মনে করি শহরের মানুষ বিনা শঙ্কচে মন খুলে চলাফেরা করবে। কেউ কারো দিকে বাঁকা চোখে তাকাবে না। এমন একটা পরিবেশের স্বপ্ন দেখি সব সময়। আর মনে সৎ সাহস থাকলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আপনাদের সহযোগিতায় দৌলতদিয়া ঘাটের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা, রাজবাড়ী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা, পাংশা, বালিয়াকান্দিসহ অন্যান্য উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে বিদায়ী পুলিশ সুপারকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা সিআইডির পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পক্ষ থেকে শরিফুল ইসলাম, ব্যবসায়ী সুকলা সরকার, কবি নেহাল মাহমুদ তাঁকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।