০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে স্কুল ছাত্রী অপহরণের চারদিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৩) চার দিন পর আজ শনিবার সকালে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ গোলাপ সরদার (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার মৃত বদর সরদারের ছেলে। এর আগে গত ৫ এপ্রিল দুপুরে গোয়ালন্দ শহরের বিপিন রায়ের পাড়া এলাকা থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়।

স্কুল ছাত্রীর পরিবারসহ থানা পুলিশ জানায়, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ওই স্কুল ছাত্রীকে মাঝে মধ্যে প্রেমের প্রস্তাব দিত রিয়াজ উদ্দিন পাড়ার সাজন সরদার (২০)। সাজন গ্রেপ্তারকৃত গোলাপ সরদারের ছেলে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখাতো। গত মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়া থেকে সাজন তার সহ কয়েক বন্ধু মিলে স্কুল ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বেলা শেষে স্কুলছাত্রী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন হন্য হয়ে খোঁজ করতে থাকে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে তাদের মেয়ে অপহরণের বিষয়টি জানতে পারে।

এ নিয়ে সাজন ও তার পরিবারের কাছে তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনেক আকুতি জানালেও কোন সারা পায়নি। উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তিগত সহায়তা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। শুক্রবার (৮ এপ্রিল) নিজ বাড়ি থেকে সাজন সরদারের বাবা গোলাপ সরদারকে পুলিশ গ্রেপ্তার করে চাপ প্রয়োগ করতে থাকে। শেষে আজ শনিবার সকালে রিয়াজ উদ্দিন পাড়া এলাকার রাস্তার ওপর থেকে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রী অপহরণের অভিযোগকৃত মামলাটি রুজু করার ৩৫ ঘন্টার মধ্যে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিয়াজ উদ্দিন পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শনিবার দুপুরেই স্বাস্থ্য পরীক্ষা করাতে আদালতের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তীতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত গোলাপ সরদারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে স্কুল ছাত্রী অপহরণের চারদিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ১০:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৩) চার দিন পর আজ শনিবার সকালে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ গোলাপ সরদার (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার মৃত বদর সরদারের ছেলে। এর আগে গত ৫ এপ্রিল দুপুরে গোয়ালন্দ শহরের বিপিন রায়ের পাড়া এলাকা থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়।

স্কুল ছাত্রীর পরিবারসহ থানা পুলিশ জানায়, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ওই স্কুল ছাত্রীকে মাঝে মধ্যে প্রেমের প্রস্তাব দিত রিয়াজ উদ্দিন পাড়ার সাজন সরদার (২০)। সাজন গ্রেপ্তারকৃত গোলাপ সরদারের ছেলে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখাতো। গত মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়া থেকে সাজন তার সহ কয়েক বন্ধু মিলে স্কুল ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বেলা শেষে স্কুলছাত্রী বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন হন্য হয়ে খোঁজ করতে থাকে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে তাদের মেয়ে অপহরণের বিষয়টি জানতে পারে।

এ নিয়ে সাজন ও তার পরিবারের কাছে তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনেক আকুতি জানালেও কোন সারা পায়নি। উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তিগত সহায়তা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। শুক্রবার (৮ এপ্রিল) নিজ বাড়ি থেকে সাজন সরদারের বাবা গোলাপ সরদারকে পুলিশ গ্রেপ্তার করে চাপ প্রয়োগ করতে থাকে। শেষে আজ শনিবার সকালে রিয়াজ উদ্দিন পাড়া এলাকার রাস্তার ওপর থেকে পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রী অপহরণের অভিযোগকৃত মামলাটি রুজু করার ৩৫ ঘন্টার মধ্যে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিয়াজ উদ্দিন পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শনিবার দুপুরেই স্বাস্থ্য পরীক্ষা করাতে আদালতের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তীতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত গোলাপ সরদারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।