০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ওজনস্কেল প্রত্যাহার ও বিকল্প রাস্তার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে নির্মিত ওজন স্কেলটি অন্যত্র স্থানান্তর এবং বিকল্প রাস্তা তৈরীর দাবীতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলামিন মিয়া। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলিন্স পার্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইত্তেহাদ সিয়াম, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে তিনটি জন গরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন। তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন এলাকার সাধারণ মানুষজন।

জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহনের ওজন দিতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন মহাসড়কে ডিজিটাল ওজন স্কেল স্থাপন করে। প্রতিদিন ওজন দিতে আসা এসব যানবাহন স্কেলের কাছে এসে লম্বা লাইন তৈরী হয়। এতে করে স্কেল এলাকার আশপাশে থাকা প্রতিটি সরকারি কার্যালয়ের প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। বিশেষ করে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হওয়ায় রোগীদের আনা নেওয়া অনেকট ব্যাহত হয়। মাঝে মধ্যে স্কেলের কারনে ওজন দিতে আসা গাড়ির চাপে স্কেল থেকে গোয়ালন্দ মোড়ের দিকে প্রায় দুই-তিন কিলোমিটার যানজট তৈরী হয়।

বৃহস্পতিবারের উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন মহাসড়কে মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডিজিটাল ওজন স্কেলটি অন্যত্র স্থানান্তরের দাবী জানানো হয়। অন্যত্র স্থানান্তরের আগ পর্যন্ত হাসপাতালে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের দাবী জানানো হয়। সাথে চিকিৎসক স্বল্পতার কারনে গোয়ালন্দ উজেলার চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। সে বিষয়টিও সরকারের কাছে দ্রুত সমাধানের দাবী জানানো হয়। অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া না হলে স্থানীয় জনগনকে সাথে করে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, ডিজিটাল ওজন স্কেলের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় যানজট তৈরী হচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাটের চাপ কমাতে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহনের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গাড়ির আটকে রাখা হচ্ছে। সেখান থেকে ফেরি ঘাটের দিকে একসঙ্গে বেশকিছু গাড়ি ছেড়ে দেওয়ার পর গোয়ালন্দ উপজেলা পরিষদের কাছে ওজন স্কেল এলাকায় এসে পুনরায় যানজট তৈরী হচ্ছে। এখান থেকে ফেরি ঘাটে যাবার পর তৃতীয় দফায় আবারও যানজটের কবলে পড়ছে এসব গাড়ি।

তিনি বলেন, ওজন স্কেলটির কারণে হাসপাতালসহ অনেক গুরুত্বপর্ণূ দপ্তরের প্রবেশপথও বন্ধ হয়ে যায়। স্কেলটি দ্রুত অপসারণসহ হাপাতালে প্রবেশের বিকল্প রাস্তা তৈরীর দাবীতে একাধিকবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাসহ মাসিক সমন্বয় সভায় এমনকি জেলা প্রশাসনের একাধিক সভায় জোরালোভাবে উত্থাপিত হয়ে আসছে। আজকে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন শেষে স্মারকলিপির বিষয়টিও জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ওজনস্কেল প্রত্যাহার ও বিকল্প রাস্তার দাবীতে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৯:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে নির্মিত ওজন স্কেলটি অন্যত্র স্থানান্তর এবং বিকল্প রাস্তা তৈরীর দাবীতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলামিন মিয়া। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলিন্স পার্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইত্তেহাদ সিয়াম, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে তিনটি জন গরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন। তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন এলাকার সাধারণ মানুষজন।

জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহনের ওজন দিতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন মহাসড়কে ডিজিটাল ওজন স্কেল স্থাপন করে। প্রতিদিন ওজন দিতে আসা এসব যানবাহন স্কেলের কাছে এসে লম্বা লাইন তৈরী হয়। এতে করে স্কেল এলাকার আশপাশে থাকা প্রতিটি সরকারি কার্যালয়ের প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়। বিশেষ করে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হওয়ায় রোগীদের আনা নেওয়া অনেকট ব্যাহত হয়। মাঝে মধ্যে স্কেলের কারনে ওজন দিতে আসা গাড়ির চাপে স্কেল থেকে গোয়ালন্দ মোড়ের দিকে প্রায় দুই-তিন কিলোমিটার যানজট তৈরী হয়।

বৃহস্পতিবারের উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন মহাসড়কে মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডিজিটাল ওজন স্কেলটি অন্যত্র স্থানান্তরের দাবী জানানো হয়। অন্যত্র স্থানান্তরের আগ পর্যন্ত হাসপাতালে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের দাবী জানানো হয়। সাথে চিকিৎসক স্বল্পতার কারনে গোয়ালন্দ উজেলার চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। সে বিষয়টিও সরকারের কাছে দ্রুত সমাধানের দাবী জানানো হয়। অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া না হলে স্থানীয় জনগনকে সাথে করে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, ডিজিটাল ওজন স্কেলের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় যানজট তৈরী হচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাটের চাপ কমাতে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহনের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গাড়ির আটকে রাখা হচ্ছে। সেখান থেকে ফেরি ঘাটের দিকে একসঙ্গে বেশকিছু গাড়ি ছেড়ে দেওয়ার পর গোয়ালন্দ উপজেলা পরিষদের কাছে ওজন স্কেল এলাকায় এসে পুনরায় যানজট তৈরী হচ্ছে। এখান থেকে ফেরি ঘাটে যাবার পর তৃতীয় দফায় আবারও যানজটের কবলে পড়ছে এসব গাড়ি।

তিনি বলেন, ওজন স্কেলটির কারণে হাসপাতালসহ অনেক গুরুত্বপর্ণূ দপ্তরের প্রবেশপথও বন্ধ হয়ে যায়। স্কেলটি দ্রুত অপসারণসহ হাপাতালে প্রবেশের বিকল্প রাস্তা তৈরীর দাবীতে একাধিকবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাসহ মাসিক সমন্বয় সভায় এমনকি জেলা প্রশাসনের একাধিক সভায় জোরালোভাবে উত্থাপিত হয়ে আসছে। আজকে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন শেষে স্মারকলিপির বিষয়টিও জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হচ্ছে।