০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১টায় এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। নতুন কমিটিতে আহম্মেদ পারভেজকে আহ্বায়ক ও রাজু আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বালিয়াকান্দি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হলো। কমিটি হলো, আহম্মেদ পারভেজ আহব্বায়ক, রাজু আহমেদ সদস্য সচিব এবং সদস্যরা হলেন, বাবুল আকতার, রেজাউল আলম, আসিফ আলম রেমন, গফফার শিকদার, রিয়াজ সরদার, অনুপম বিশ্বাস, আবু সাইদ, শেখ ইউনুস আলী ও আরিফুল হাসান সবুজ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এছাড়া কমিটিও অনেক আগে করা হয়েছিল। এসব কারণে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এজন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহম্মেদ পারভেজ বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বালিয়াকান্দি কলেজ সংসদের নির্বাচিত সম্পাদক ছিলাম। যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। এখন নতুন দায়িত্ব পেয়েছি। আশা করছি, নতুন করে সংগঠন ঢেলে সাজাতে পারবো। এ বিষয়ে সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে সংগঠন শক্তিশালী করতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি

পোস্ট হয়েছেঃ ১০:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১টায় এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। নতুন কমিটিতে আহম্মেদ পারভেজকে আহ্বায়ক ও রাজু আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বালিয়াকান্দি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হলো। কমিটি হলো, আহম্মেদ পারভেজ আহব্বায়ক, রাজু আহমেদ সদস্য সচিব এবং সদস্যরা হলেন, বাবুল আকতার, রেজাউল আলম, আসিফ আলম রেমন, গফফার শিকদার, রিয়াজ সরদার, অনুপম বিশ্বাস, আবু সাইদ, শেখ ইউনুস আলী ও আরিফুল হাসান সবুজ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এছাড়া কমিটিও অনেক আগে করা হয়েছিল। এসব কারণে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এজন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহম্মেদ পারভেজ বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বালিয়াকান্দি কলেজ সংসদের নির্বাচিত সম্পাদক ছিলাম। যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। এখন নতুন দায়িত্ব পেয়েছি। আশা করছি, নতুন করে সংগঠন ঢেলে সাজাতে পারবো। এ বিষয়ে সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে সংগঠন শক্তিশালী করতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই।