০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মতবিনিময়ঃ মুক্তিযুদ্ধ নিয়ে রাজবাড়ীর ইতিহাস রচনার সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদের

শামীম শেখ, গোয়ালন্দঃ মুক্তিযুদ্ধ নিয়ে রাজবাড়ী জেলার ইতিহাস রচনার সিদ্ধান্ত নিয়েছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। শনিবার বিকেলে গোয়ালন্দে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। সভায় বক্তারা নতুন প্রজন্মের জন্য রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া  ইতিহাস ও ঐতিহ্যময় স্থান সংরক্ষণে একটি বই লিপিবদ্ধ করে তা সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গোয়ালন্দের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার যে স্থানে শহীদ হয়েছিলেন সেই যায়গাসহ গোয়ালন্দের প্রথম প্রতিরোধ যুদ্ধের স্থান বাহাদুরপুর শেখ বাড়ীতে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, আব্দুস সালাম মোল্লা, আমিনুল ইসলাম শফি, গিয়াস উদ্দিন, সিরাজ আহমেদ, মুক্তিযোদ্ধা বাকাউল আহমেদ,  লেখক জাহাঙ্গীর হোসেন, ইমরান হোসেন, আব্দুল গফুর, ওমর আলী, মোজাম্মেল হোসেন, শাজাহান শেখ, মো. আব্দুল আজিজ শেখ, তৈয়বুর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ফকীর আব্দুল জব্বার বলেন, আমাদের অনেক সহযোদ্ধাই ইতিমধ্যে মারা গেছেন। আমরাও একসময় থাকব না। তাই আমরা যারা এখনো জীবিত আছি তাদের জন্য আমাদের নিজ জেলার যুদ্ধকালীন ইতিহাস সঠিকভাবে লেখা এবং ঐতিহাসিক স্হানগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে বলে আমি মনে করি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মতবিনিময়ঃ মুক্তিযুদ্ধ নিয়ে রাজবাড়ীর ইতিহাস রচনার সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদের

পোস্ট হয়েছেঃ ১১:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

শামীম শেখ, গোয়ালন্দঃ মুক্তিযুদ্ধ নিয়ে রাজবাড়ী জেলার ইতিহাস রচনার সিদ্ধান্ত নিয়েছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। শনিবার বিকেলে গোয়ালন্দে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা। সভায় বক্তারা নতুন প্রজন্মের জন্য রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া  ইতিহাস ও ঐতিহ্যময় স্থান সংরক্ষণে একটি বই লিপিবদ্ধ করে তা সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গোয়ালন্দের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার যে স্থানে শহীদ হয়েছিলেন সেই যায়গাসহ গোয়ালন্দের প্রথম প্রতিরোধ যুদ্ধের স্থান বাহাদুরপুর শেখ বাড়ীতে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, আব্দুস সালাম মোল্লা, আমিনুল ইসলাম শফি, গিয়াস উদ্দিন, সিরাজ আহমেদ, মুক্তিযোদ্ধা বাকাউল আহমেদ,  লেখক জাহাঙ্গীর হোসেন, ইমরান হোসেন, আব্দুল গফুর, ওমর আলী, মোজাম্মেল হোসেন, শাজাহান শেখ, মো. আব্দুল আজিজ শেখ, তৈয়বুর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ফকীর আব্দুল জব্বার বলেন, আমাদের অনেক সহযোদ্ধাই ইতিমধ্যে মারা গেছেন। আমরাও একসময় থাকব না। তাই আমরা যারা এখনো জীবিত আছি তাদের জন্য আমাদের নিজ জেলার যুদ্ধকালীন ইতিহাস সঠিকভাবে লেখা এবং ঐতিহাসিক স্হানগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস জানতে পারবে বলে আমি মনে করি।