০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার রাজবাড়ী সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ (৩২) ও শরীয়তপুরের সখিপুর উপজেলার চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার (৩৪)।

পুলিশ জানায়, রাজবাড়ী জেলা স্কুলের সামনে গত ১১ অক্টোবর প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজ পড়ূয়া শিক্ষার্থীকে প্রতারনা করে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পড়ে (১৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে নারায়নগঞ্জ হতে প্রতারক মাসুদ হোসেন ও শাহাদাৎ সরদারকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি করে নেওয়া একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতারক চক্রের ৩ সদস্যের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর প্রতারক রাজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্কেপোলামিন বা কোন কেমিক্যাল নয় প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে চুরি করেছে চক্রটি। ব্রিফিংয়ের সময় পুলিশের অন্যান্যক সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১০:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার রাজবাড়ী সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ (৩২) ও শরীয়তপুরের সখিপুর উপজেলার চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার (৩৪)।

পুলিশ জানায়, রাজবাড়ী জেলা স্কুলের সামনে গত ১১ অক্টোবর প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজ পড়ূয়া শিক্ষার্থীকে প্রতারনা করে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পড়ে (১৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে নারায়নগঞ্জ হতে প্রতারক মাসুদ হোসেন ও শাহাদাৎ সরদারকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি করে নেওয়া একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতারক চক্রের ৩ সদস্যের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর প্রতারক রাজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্কেপোলামিন বা কোন কেমিক্যাল নয় প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে চুরি করেছে চক্রটি। ব্রিফিংয়ের সময় পুলিশের অন্যান্যক সদস্যরা উপস্থিত ছিলেন।