০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মরা পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মরা পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌপুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মরা পদ্মা নদীর পাড় থেকে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অজ্ঞাত কোন স্থান থেকে লাশটি ভেসে এসেছে।

থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিমে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মরা পদ্মা নদীর পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র লাশ ভাসতে দেখেন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং দৌলতদিয়া ঘাট নৌফাঁড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে নৌপুলিশের দল লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

দৌলতদিয়া নৌফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সিরাজুল কবির জানান, রোববার বেলা ১১টার দিকে খবর পাওয়ার পর অনুমান ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটি বর্তমানে নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এসময় তার পড়নে কোন কাপড় ছিল না। সুরতহাল প্রতিবেদন তৈরীকালে দেখা যায়, তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছে। বুকের ডান এবং বাম পাশে বেশ কয়েকটি ফুসকা পড়া রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক-দুই দিন আগে দুর্বৃত্তরা তাকে আগুনে ঝলসিয়ে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ফরিদপুর পুলিশের পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রাথমিকভাবে ময়না তদন্তে চিকিৎসকরা যদি হত্যার বিষয়টি নিশ্চিত করেন তাহলে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, যেহেতু অজ্ঞাত যুবকের লাশ মরা পদ্মা নদীতে পাওয়া গেছে। এ কারণে লাশের সুরতাল প্রতিবেদন তৈরী করাসহ যাবতীয় আনুসাঙ্গিক কাজ দৌলতদিয়া নৌপুলিশ করবেন। ময়না তদন্ত শেষে নৌপুলিশ গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। তবে মামলার তদন্ত কাজ সম্পন্ন করবে নৌপুলিশ। এর পাশাপাশি প্রয়োজনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশও ছায়া তদন্তের কাজ করবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মরা পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ১০:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মরা পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌপুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মরা পদ্মা নদীর পাড় থেকে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অজ্ঞাত কোন স্থান থেকে লাশটি ভেসে এসেছে।

থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিমে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মরা পদ্মা নদীর পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র লাশ ভাসতে দেখেন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং দৌলতদিয়া ঘাট নৌফাঁড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে নৌপুলিশের দল লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

দৌলতদিয়া নৌফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সিরাজুল কবির জানান, রোববার বেলা ১১টার দিকে খবর পাওয়ার পর অনুমান ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটি বর্তমানে নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এসময় তার পড়নে কোন কাপড় ছিল না। সুরতহাল প্রতিবেদন তৈরীকালে দেখা যায়, তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছে। বুকের ডান এবং বাম পাশে বেশ কয়েকটি ফুসকা পড়া রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক-দুই দিন আগে দুর্বৃত্তরা তাকে আগুনে ঝলসিয়ে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ফরিদপুর পুলিশের পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রাথমিকভাবে ময়না তদন্তে চিকিৎসকরা যদি হত্যার বিষয়টি নিশ্চিত করেন তাহলে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, যেহেতু অজ্ঞাত যুবকের লাশ মরা পদ্মা নদীতে পাওয়া গেছে। এ কারণে লাশের সুরতাল প্রতিবেদন তৈরী করাসহ যাবতীয় আনুসাঙ্গিক কাজ দৌলতদিয়া নৌপুলিশ করবেন। ময়না তদন্ত শেষে নৌপুলিশ গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। তবে মামলার তদন্ত কাজ সম্পন্ন করবে নৌপুলিশ। এর পাশাপাশি প্রয়োজনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশও ছায়া তদন্তের কাজ করবেন।