০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পদ্মার ১৩ কেজির বোয়াল বিক্রি হলো ২৮ হাজারে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় আজ সোমবার সকালে পদ্মা নদীর ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে প্রায় ২৮ হাজার টাকায়। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে এক মৎস্য ব্যবসায়ী কিনে ফরিদপুরের নগরকান্দা এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এর আগে পাবনার ঢালারচর এলাকার জেলেদের জালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অঞ্চলে মাছটি ধরা পড়ে।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, পদ্মা নদীতে বর্তমানে পানি কমতে শুরু করেছে। তারপরও তেমন একটা বড় মাছ ধরা পড়ছেনা। স্থানীয়দের পাশাপাশি রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের জেলেরা নিয়মিত নদীতে অবস্থান করছে। আজ সোমবার ভোরের দিকে পাবনার ঢালারচর এলাকার জেলে মোহাম্মদ শেখ ও তার দল ঢালারচর সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অঞ্চলে পদ্মা নদীতে জাল ফেলতে শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে জাল ফেলতে ফেলতে ভাটির দিকে ভাসতে থাকেন। দেবগ্রামের শেষ সীমানা এলাকায় পৌছে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে। অনেক দিন পর পদ্মা নদীর বড় একটি বোয়াল মাছ পাওয়ার পর জেলেরা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। পরে সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এর সাথে মুঠোফোনে বিক্রির জন্য যোগাযোগ করলে তিনি ফোনেই ২ হাজার ১০০ টাকা কেজি দরে কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সকালে মুঠোফোনে বলেন, জেলে মোহাম্মদ শেখ বড় একটি বোয়াল মাছ জালে পাওয়ার পর বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে ২ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে ফেলি। সকাল সাড়ে ৮টার দিকে মাছটি ফেরি ঘাটে নিয়ে আসলে ওজন দিয়ে দেখি ১২ কেজি ৯০০ গ্রাম হয়েছে। পরে তাকে বাজার দর হিসেবে নগদ ২৭ হাজার টাকা দিয়ে দেই। জেলেরা অনেকদিন পর বড় একটি বোয়াল মাছ পাওয়ায় এবং ভালো দামে বিক্রি করতে পারায় অনেক খুশি।

শাহজাহান শেখ আরো বলেন, মাছটি পাওয়ার পর বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। এ সময় ফরিদপুরের নগরকান্দা এলাকার আকরাম হোসেন নামের এক ব্যবসায়ী অনেক ধরে বড় একটি বোয়াল মাছের সন্ধান করছিলেন। তাঁর সাথে যোগাযোগ করলে তিনি কেজি প্রতি ৫০ টাকা করে লাভে মোট ২৭ হাজার ৭০০ টাকায় কিনে নেন। সকাল ৯টার দিকে মাছটি তাঁর দেওয়া ঠিকানামতে মোটরসাইকেলে করে নগরকান্দা পাঠিয়ে দিয়েছি। অনেক দিন পর নদীতে জেলেদের জালে বড় একটি বোয়াল মাছ পাওয়ায় জেলেদের সাথে ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি হয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় পদ্মার ১৩ কেজির বোয়াল বিক্রি হলো ২৮ হাজারে

পোস্ট হয়েছেঃ ০৯:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় আজ সোমবার সকালে পদ্মা নদীর ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে প্রায় ২৮ হাজার টাকায়। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে এক মৎস্য ব্যবসায়ী কিনে ফরিদপুরের নগরকান্দা এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এর আগে পাবনার ঢালারচর এলাকার জেলেদের জালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অঞ্চলে মাছটি ধরা পড়ে।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, পদ্মা নদীতে বর্তমানে পানি কমতে শুরু করেছে। তারপরও তেমন একটা বড় মাছ ধরা পড়ছেনা। স্থানীয়দের পাশাপাশি রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের জেলেরা নিয়মিত নদীতে অবস্থান করছে। আজ সোমবার ভোরের দিকে পাবনার ঢালারচর এলাকার জেলে মোহাম্মদ শেখ ও তার দল ঢালারচর সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অঞ্চলে পদ্মা নদীতে জাল ফেলতে শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে জাল ফেলতে ফেলতে ভাটির দিকে ভাসতে থাকেন। দেবগ্রামের শেষ সীমানা এলাকায় পৌছে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে। অনেক দিন পর পদ্মা নদীর বড় একটি বোয়াল মাছ পাওয়ার পর জেলেরা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। পরে সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এর সাথে মুঠোফোনে বিক্রির জন্য যোগাযোগ করলে তিনি ফোনেই ২ হাজার ১০০ টাকা কেজি দরে কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সকালে মুঠোফোনে বলেন, জেলে মোহাম্মদ শেখ বড় একটি বোয়াল মাছ জালে পাওয়ার পর বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে ২ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে ফেলি। সকাল সাড়ে ৮টার দিকে মাছটি ফেরি ঘাটে নিয়ে আসলে ওজন দিয়ে দেখি ১২ কেজি ৯০০ গ্রাম হয়েছে। পরে তাকে বাজার দর হিসেবে নগদ ২৭ হাজার টাকা দিয়ে দেই। জেলেরা অনেকদিন পর বড় একটি বোয়াল মাছ পাওয়ায় এবং ভালো দামে বিক্রি করতে পারায় অনেক খুশি।

শাহজাহান শেখ আরো বলেন, মাছটি পাওয়ার পর বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। এ সময় ফরিদপুরের নগরকান্দা এলাকার আকরাম হোসেন নামের এক ব্যবসায়ী অনেক ধরে বড় একটি বোয়াল মাছের সন্ধান করছিলেন। তাঁর সাথে যোগাযোগ করলে তিনি কেজি প্রতি ৫০ টাকা করে লাভে মোট ২৭ হাজার ৭০০ টাকায় কিনে নেন। সকাল ৯টার দিকে মাছটি তাঁর দেওয়া ঠিকানামতে মোটরসাইকেলে করে নগরকান্দা পাঠিয়ে দিয়েছি। অনেক দিন পর নদীতে জেলেদের জালে বড় একটি বোয়াল মাছ পাওয়ায় জেলেদের সাথে ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি হয়েছি।