০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টার দিকে জুটমিলে অগিকান্ড ঘটে। এসময় ৪টি ইউনিটের ১ নং উৎপাদন ইউনিটটির ভেতরে থাকা সমস্ত মেশিনারী ও উৎপাদিত মালামাল ও কাগজ পত্রাদি পুরে ভষ্মি ভুত হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় চার ঘন্টা পর সকাল ১০টার দিকে রপ্তানিমূখি এ প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ জুট মিলে ২ হাজার শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করতে পারেনি কর্তৃপক্ষ। এ ইউনিটের উৎপাদন কাজে নিয়োজিত ৬কোটি টাকার যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট হয় আগুনে পুরে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল সোয়া ৬টার দিকে মিলের ইমারেশন প্লান্ট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানাগেছে।

জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্লান্ট থেকে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এতে মিলের ১ নম্বর ইউনিটের মেশিন, মালামাল, অফিসসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর সহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, রাজবাড়ী জুটমিলে আগুন লাগার সংবাদ পেয়ে সকাল সাড়ে ছয়টার সময় ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমান এখনও নিরুপন করতে পারেনি তারা।

রাজবাড়ী জুট মিলের এমডি কাজী দিদারুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনার সুত্রপাত হওয়ার আগে তিনি এ জুটমিলের মসজিদে নামাজ পরতে ছিলেন। তখন সকাল ছয়টা বাজে। অগ্নিকান্ডে এখন পর্যন্ত তারা তাদের ক্ষতি নিরুপন করতে পারেননি। তবে তাদের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করে আসছে। পরবর্তী পদক্ষেপ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এবং মিল কর্তৃপক্ষ মিলে এর কাজ করবে বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে

পোস্ট হয়েছেঃ ০৫:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টার দিকে জুটমিলে অগিকান্ড ঘটে। এসময় ৪টি ইউনিটের ১ নং উৎপাদন ইউনিটটির ভেতরে থাকা সমস্ত মেশিনারী ও উৎপাদিত মালামাল ও কাগজ পত্রাদি পুরে ভষ্মি ভুত হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় চার ঘন্টা পর সকাল ১০টার দিকে রপ্তানিমূখি এ প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ জুট মিলে ২ হাজার শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করতে পারেনি কর্তৃপক্ষ। এ ইউনিটের উৎপাদন কাজে নিয়োজিত ৬কোটি টাকার যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট হয় আগুনে পুরে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল সোয়া ৬টার দিকে মিলের ইমারেশন প্লান্ট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানাগেছে।

জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্লান্ট থেকে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এতে মিলের ১ নম্বর ইউনিটের মেশিন, মালামাল, অফিসসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর সহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, রাজবাড়ী জুটমিলে আগুন লাগার সংবাদ পেয়ে সকাল সাড়ে ছয়টার সময় ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমান এখনও নিরুপন করতে পারেনি তারা।

রাজবাড়ী জুট মিলের এমডি কাজী দিদারুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনার সুত্রপাত হওয়ার আগে তিনি এ জুটমিলের মসজিদে নামাজ পরতে ছিলেন। তখন সকাল ছয়টা বাজে। অগ্নিকান্ডে এখন পর্যন্ত তারা তাদের ক্ষতি নিরুপন করতে পারেননি। তবে তাদের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করে আসছে। পরবর্তী পদক্ষেপ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এবং মিল কর্তৃপক্ষ মিলে এর কাজ করবে বলে জানান।