০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মহাসড়কের পাশে রাখা কাটা গাছের চাপায় পড়ে এক শিশুর মৃত্যু

মহাসড়কের পাশে কেটে রাখা গাছের চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রমজান মাতব্বর পাড়া এলাকায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পাশের গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে চুমকি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে ও স্থানীয় নবুওসিমদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারনের জন্য কয়েকদিন ধরে সামাজিক বনায়নের গাছ কেটে মহাসড়কের পাশের স্তুপ করে রাখে কর্তৃপক্ষ। স্তুপের মধ্য থেকে একটি গাছের ডাল আংশিক বের হয়ে ছিল। সেই ডালটি শিশু চুমকি বের করার জন্য টান দিলে স্তুপ করা গাছের বড় একটি গুড়ি গড়িয়ে পড়ে। এসময় চুমকি ওই গাছের গুড়ির নিচে চাপা পরে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের স্থানীয় ২নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল হোসেন ফকির জানান, গাছ কাটার পর তা স্তুপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এ দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরীফ জানান, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা প্রদানের পাশাপাশি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। এ অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুজ্জামান বলেন, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে সতর্কতার সাথে গাছ কাটতে বলেছি। তারা সড়কে লাল নিশানা উড়িয়ে গাছ কেটে থাকেন। তবে আজকের দুর্ঘটনার ব্যাপারে বলেন, কাটা গাছের স্তুপ করে রাখা ছিল। সেখানে নিহত শিশুটি জ্বালানী সংগ্রহ করতে স্তুপের একটি ডাল ধরে টান দিলে গড়িয়ে পড়া একটি বড় গাছের গুড়ির নিচে পরে। এ বিষয়টি ঠিকাদারের লোকজন স্থানীয়ভাবে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মহাসড়কের পাশে রাখা কাটা গাছের চাপায় পড়ে এক শিশুর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রমজান মাতব্বর পাড়া এলাকায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পাশের গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে চুমকি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে ও স্থানীয় নবুওসিমদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারনের জন্য কয়েকদিন ধরে সামাজিক বনায়নের গাছ কেটে মহাসড়কের পাশের স্তুপ করে রাখে কর্তৃপক্ষ। স্তুপের মধ্য থেকে একটি গাছের ডাল আংশিক বের হয়ে ছিল। সেই ডালটি শিশু চুমকি বের করার জন্য টান দিলে স্তুপ করা গাছের বড় একটি গুড়ি গড়িয়ে পড়ে। এসময় চুমকি ওই গাছের গুড়ির নিচে চাপা পরে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের স্থানীয় ২নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল হোসেন ফকির জানান, গাছ কাটার পর তা স্তুপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এ দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরীফ জানান, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা প্রদানের পাশাপাশি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। এ অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুজ্জামান বলেন, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে সতর্কতার সাথে গাছ কাটতে বলেছি। তারা সড়কে লাল নিশানা উড়িয়ে গাছ কেটে থাকেন। তবে আজকের দুর্ঘটনার ব্যাপারে বলেন, কাটা গাছের স্তুপ করে রাখা ছিল। সেখানে নিহত শিশুটি জ্বালানী সংগ্রহ করতে স্তুপের একটি ডাল ধরে টান দিলে গড়িয়ে পড়া একটি বড় গাছের গুড়ির নিচে পরে। এ বিষয়টি ঠিকাদারের লোকজন স্থানীয়ভাবে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।