ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার থেকে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আক্তার বেপারী (৪১) রাজবাড়ী সদর ধুঞ্চী (গোদার বাজার) এলাকার আজিজুল বেপারীর ছেলে।
জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বুধবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারস্থ জাহিদুল টেলিকোম দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্ৰেপ্তার করে।
এ ঘটনায় রোববার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।