০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের অধিকার রক্ষায় দৌলতদিয়ায় অনুষ্ঠিত হলো চাইল্ড ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করতে বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন এর মাধ্যমে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অনুষ্ঠিত হয়েছে চাইল্ড ক্লাবের নির্বাচন। ২০১৩সালের ১৯ সেপ্টেম্বর ১০ থেকে ১৮ বছর বয়সী শিশুদের নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় গড়ে তোলা হয় চাইল্ড ক্লাব।

নির্বাচনে ২৬৪ ভোট পেয়ে ঝুমুর আক্তার (চেয়ার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ২৩৯ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছে আলামিন বেপারী (কলস) ও ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে ২৯০ ভোট পেয়ে বিজয় খান (একতারা)।

দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতির কার্যালয় মাঠে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়েছে নেতৃত্ব নির্বাচনে নির্বাচন। ক্ষুদে ভোটারদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত হতে যাচ্ছে চেয়ারম্যান, সেক্রেটারীসহ ৯সদস্যের প্রতিনিধি। এদেরকে ভোট দিয়ে যারা নির্বাচিত করবে তারা হলো দৌলতদিয়া যৌনপল্লি ও আশপাশ এলাকার অবহেলিত ৬৩৩ জন শিশু।

আয়োজকরা জানায়, যৌনপল্লি ও পাশের এলাকার অবহেলিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন শিশুদের সচেতন করার জন্য একত্র হওয়ার আহ্বান জানায়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারী, একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন ক্রীড়া সম্পাদক ও তিনজন সদস্য সহ মোট ৯ সদস্যের চাইল্ড ক্লাব গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য (৩১ ডিসেম্বর-২০২১) এই কমিটির মেয়াদকাল থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা হিসেবে মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক ছালেহা খানম, প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মেহেদী আবু হাসান ও আলাউদ্দিন হোসেন এবং রয়েছে ৬জন পোলিং অফিসার। সেফ স্পেসের দুটি কক্ষে ভোট কেন্দ্র করা হয়েছে। ৬৩৩ জন ভোটারের মধ্যে ২৭৩ জন ছেলে এবং ৩৬০ জন মেয়ে রয়েছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অবশ্যই পঞ্চম শ্রেনী পাশ, নিয়মিত স্কুলে যায় ও পড়াশুনা করে, চাইল্ডক্লাবে নিয়মিত আসতে পারবে, একই পদে ৩বার এর বেশি নির্বাচন করতে পারবেনা, ক্লাবের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করবে, সকলের সাথে ভাল আচরন করবে, নিয়মি মাসিক মিটিং এ উপস্থিত থাকবে, শিশুদের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দিতে পারবে, অন্যান্য শিশুদের ইতিবাচক তথ্য দিতে পারবে, ক্লাবের নিয়ম-কানুন মেনে চলবে এবং যে কোন বিষয়ে বক্তৃতা দেয়ার দক্ষতা থাকতে হবে।

চাইল্ডক্লাবের নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সেভ দ্য চিলড্রেন এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ এর অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, কর্মসূচি পরিচালক আতাউর রহমান প্রমূখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

শিশুদের অধিকার রক্ষায় দৌলতদিয়ায় অনুষ্ঠিত হলো চাইল্ড ক্লাবের নির্বাচন

পোস্ট হয়েছেঃ ১১:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করতে বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন এর মাধ্যমে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অনুষ্ঠিত হয়েছে চাইল্ড ক্লাবের নির্বাচন। ২০১৩সালের ১৯ সেপ্টেম্বর ১০ থেকে ১৮ বছর বয়সী শিশুদের নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় গড়ে তোলা হয় চাইল্ড ক্লাব।

নির্বাচনে ২৬৪ ভোট পেয়ে ঝুমুর আক্তার (চেয়ার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ২৩৯ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছে আলামিন বেপারী (কলস) ও ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে ২৯০ ভোট পেয়ে বিজয় খান (একতারা)।

দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতির কার্যালয় মাঠে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়েছে নেতৃত্ব নির্বাচনে নির্বাচন। ক্ষুদে ভোটারদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত হতে যাচ্ছে চেয়ারম্যান, সেক্রেটারীসহ ৯সদস্যের প্রতিনিধি। এদেরকে ভোট দিয়ে যারা নির্বাচিত করবে তারা হলো দৌলতদিয়া যৌনপল্লি ও আশপাশ এলাকার অবহেলিত ৬৩৩ জন শিশু।

আয়োজকরা জানায়, যৌনপল্লি ও পাশের এলাকার অবহেলিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্য চিলড্রেন শিশুদের সচেতন করার জন্য একত্র হওয়ার আহ্বান জানায়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারী, একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন ক্রীড়া সম্পাদক ও তিনজন সদস্য সহ মোট ৯ সদস্যের চাইল্ড ক্লাব গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য (৩১ ডিসেম্বর-২০২১) এই কমিটির মেয়াদকাল থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা হিসেবে মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক ছালেহা খানম, প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মেহেদী আবু হাসান ও আলাউদ্দিন হোসেন এবং রয়েছে ৬জন পোলিং অফিসার। সেফ স্পেসের দুটি কক্ষে ভোট কেন্দ্র করা হয়েছে। ৬৩৩ জন ভোটারের মধ্যে ২৭৩ জন ছেলে এবং ৩৬০ জন মেয়ে রয়েছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অবশ্যই পঞ্চম শ্রেনী পাশ, নিয়মিত স্কুলে যায় ও পড়াশুনা করে, চাইল্ডক্লাবে নিয়মিত আসতে পারবে, একই পদে ৩বার এর বেশি নির্বাচন করতে পারবেনা, ক্লাবের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করবে, সকলের সাথে ভাল আচরন করবে, নিয়মি মাসিক মিটিং এ উপস্থিত থাকবে, শিশুদের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দিতে পারবে, অন্যান্য শিশুদের ইতিবাচক তথ্য দিতে পারবে, ক্লাবের নিয়ম-কানুন মেনে চলবে এবং যে কোন বিষয়ে বক্তৃতা দেয়ার দক্ষতা থাকতে হবে।

চাইল্ডক্লাবের নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সেভ দ্য চিলড্রেন এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ এর অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, কর্মসূচি পরিচালক আতাউর রহমান প্রমূখ।