০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীমেইল ডেস্কঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরের দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোল্লা পাড়ার নিজ বাড়ি থেকে শমসের মোল্লা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় মৃত সেকেন মোল্লার ছেলে। র‌্যাবের দাবী, শমসের একজন আন্তঃজেলা ডাকাত সর্দার।

র‌্যাব এসময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, ৪রাউন্ট কার্তুজ, ১টি রামদা, ২লিটার দেশীয় মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ এবং দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে বুধবার ভোরের দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা (মোল্লাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে শমসের মোল্লাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শমসের মোল্লা জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন আইন বিরোধী কার্যকলাপ করে থাকে। তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী তার বিরুদ্ধে এলাকায় মারামারি, চুরি, সিধেঁল চুরি, দস্যুতা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলখ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বুধবার বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৩:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরের দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোল্লা পাড়ার নিজ বাড়ি থেকে শমসের মোল্লা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় মৃত সেকেন মোল্লার ছেলে। র‌্যাবের দাবী, শমসের একজন আন্তঃজেলা ডাকাত সর্দার।

র‌্যাব এসময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, ৪রাউন্ট কার্তুজ, ১টি রামদা, ২লিটার দেশীয় মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ এবং দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে বুধবার ভোরের দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা (মোল্লাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে শমসের মোল্লাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শমসের মোল্লা জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন আইন বিরোধী কার্যকলাপ করে থাকে। তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী তার বিরুদ্ধে এলাকায় মারামারি, চুরি, সিধেঁল চুরি, দস্যুতা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলখ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বুধবার বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।