০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গণজমায়েত ঠেকাতে কাঁচা ও মাছ বাজার নেয়া হচ্ছে কামরুল ইসলাম কলেজ মাঠে

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশসানের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচার মাইকিং, আইনপ্রয়োগকারী সংস্থা সদস্যদের ধাওয়া ও ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করেও হাট বাজারে গণজমায়েত বন্ধ করা যাচ্ছেনা। শনিবার গোয়ালন্দ বাজারে প্রশাসন নজরদারিকালে সাতজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। সেই সাথে গণজমায়েত বন্ধ করতে অস্থায়ীভাবে কাঁচা বাজার ও মাছ বাজার সরিয়ে সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে নেওয়ার সিদ্ধান্ত হয়।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য দল, পৌর কর্তৃপক্ষ ও বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে গোয়ালন্দ পৌরসভার বাজার থেকে কাঁচা বাজার ও মাছ বাজারটি অস্থায়ীভাবে সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার গোয়ালন্দ বাজার সাপ্তাহিক হাটের দিন থাকায় উপজেলার দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে। মানুষজনের ভিড় বাড়তে থাকায় বাজারে সামাজিক দূরত্ব কেউ মেনে চলছিলনা। বিশেষ করে কাঁচা বাজার, মাছ বাজার ও চাল বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। এসময় দূর থেকে প্রশাসনের কোন গাড়ি দেখলেই সবাই দৌড়ে বাজারে এ গলি থেকে সে গলিতে গিয়ে পালায়।

ব্যবসায়ী রবি পাল মানুষের এমন সমাগম দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষজন গোয়ালন্দ বাজার-বাসষ্ট্যান্ড প্রধান সড়ক থেকে কাঁচা বাজার প্রবেশ পথে কোন বাধা না পেয়ে সরাসরি রিক্সা-ভ্যান নিয়ে ও মোটরসাইকেল করে বাজারে প্রবেশ করছে। বেলা বাড়ার সাথে মানুষের ভিড়ও বাড়ছে। এমন পরিস্থিতির কারণেই কিন্তু করোনাভাইরাস সংক্রমিত হওয়ার বহু ঝুকি রয়েছে।


দুপুরে বাজারের এমন পরিস্থিতির খবর জানতে পেরে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে উপজেলা প্রশাসন দ্রুত বাজারে অভিযানে নেমে পড়ে। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সাথে কাগজপত্র না থাকায় সাতজন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার সদস্য, পৌরসভার প্রতিনিধি ও বাজার প্রতিনিধি যৌথভাবে প্রদক্ষিণ করে। মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে অনুরোধ জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, সেনাবাহিনীর কর্মকর্তাসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বাজার নজরদারি করতে তাঁদের সাথে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কোমল কুমার সাহা, কাউন্সিলর ও দ্বিতীয় প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া বাদল বিশ্বাস প্রমূখ ছিলেন।

বাজার ঘুরে কাঁচা বাজার ও মাছ বাজারে ঘিঞ্চি পরিবেশ দিয়ে অবাদে রিক্সা-ভ্যান চলাচল ও মোটরসাইকেল চলাচল করায় মানুষের ভিড় লেগেই থাকে। এতে করে স্বাস্থ্য ঝুকি আরো বেড়ে যায়। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে কাঁচা ও মাছ বাজার স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। করোনাভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বাজার রেখে কেনাকাটা অব্যাহত রাখতে রোববার (১২ এপ্রিল) থেকে কামরুল ইসলাম কলেজ মাঠে অস্থায়ী বাজার বসানোর ঘোষণা দেন ইউএনও।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, শনিবার রাজবাড়ী সদরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরও মানুষ সচেতন না হলে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। বাজারে মানুষের গণজমায়েত বন্ধ করতে কাছাকাছি সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে কাঁচা বাজার ও মাছ বাজার সরিয়ে নেওয়া হচ্ছে। রোববার থেকে প্রতিদিন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কাঁচা ও মাছ বাজার বসবে। বেলা তিনটা পর্যন্ত বাজারের মুদিখানা দোকান খোলা থাকবে। তিনটার পর থেকে ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গণজমায়েত ঠেকাতে কাঁচা ও মাছ বাজার নেয়া হচ্ছে কামরুল ইসলাম কলেজ মাঠে

পোস্ট হয়েছেঃ ০৫:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশসানের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচার মাইকিং, আইনপ্রয়োগকারী সংস্থা সদস্যদের ধাওয়া ও ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করেও হাট বাজারে গণজমায়েত বন্ধ করা যাচ্ছেনা। শনিবার গোয়ালন্দ বাজারে প্রশাসন নজরদারিকালে সাতজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। সেই সাথে গণজমায়েত বন্ধ করতে অস্থায়ীভাবে কাঁচা বাজার ও মাছ বাজার সরিয়ে সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে নেওয়ার সিদ্ধান্ত হয়।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য দল, পৌর কর্তৃপক্ষ ও বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে গোয়ালন্দ পৌরসভার বাজার থেকে কাঁচা বাজার ও মাছ বাজারটি অস্থায়ীভাবে সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার গোয়ালন্দ বাজার সাপ্তাহিক হাটের দিন থাকায় উপজেলার দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে। মানুষজনের ভিড় বাড়তে থাকায় বাজারে সামাজিক দূরত্ব কেউ মেনে চলছিলনা। বিশেষ করে কাঁচা বাজার, মাছ বাজার ও চাল বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। এসময় দূর থেকে প্রশাসনের কোন গাড়ি দেখলেই সবাই দৌড়ে বাজারে এ গলি থেকে সে গলিতে গিয়ে পালায়।

ব্যবসায়ী রবি পাল মানুষের এমন সমাগম দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষজন গোয়ালন্দ বাজার-বাসষ্ট্যান্ড প্রধান সড়ক থেকে কাঁচা বাজার প্রবেশ পথে কোন বাধা না পেয়ে সরাসরি রিক্সা-ভ্যান নিয়ে ও মোটরসাইকেল করে বাজারে প্রবেশ করছে। বেলা বাড়ার সাথে মানুষের ভিড়ও বাড়ছে। এমন পরিস্থিতির কারণেই কিন্তু করোনাভাইরাস সংক্রমিত হওয়ার বহু ঝুকি রয়েছে।


দুপুরে বাজারের এমন পরিস্থিতির খবর জানতে পেরে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে উপজেলা প্রশাসন দ্রুত বাজারে অভিযানে নেমে পড়ে। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সাথে কাগজপত্র না থাকায় সাতজন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার সদস্য, পৌরসভার প্রতিনিধি ও বাজার প্রতিনিধি যৌথভাবে প্রদক্ষিণ করে। মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে অনুরোধ জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, সেনাবাহিনীর কর্মকর্তাসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বাজার নজরদারি করতে তাঁদের সাথে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কোমল কুমার সাহা, কাউন্সিলর ও দ্বিতীয় প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া বাদল বিশ্বাস প্রমূখ ছিলেন।

বাজার ঘুরে কাঁচা বাজার ও মাছ বাজারে ঘিঞ্চি পরিবেশ দিয়ে অবাদে রিক্সা-ভ্যান চলাচল ও মোটরসাইকেল চলাচল করায় মানুষের ভিড় লেগেই থাকে। এতে করে স্বাস্থ্য ঝুকি আরো বেড়ে যায়। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে কাঁচা ও মাছ বাজার স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। করোনাভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বাজার রেখে কেনাকাটা অব্যাহত রাখতে রোববার (১২ এপ্রিল) থেকে কামরুল ইসলাম কলেজ মাঠে অস্থায়ী বাজার বসানোর ঘোষণা দেন ইউএনও।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, শনিবার রাজবাড়ী সদরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরও মানুষ সচেতন না হলে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। বাজারে মানুষের গণজমায়েত বন্ধ করতে কাছাকাছি সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে কাঁচা বাজার ও মাছ বাজার সরিয়ে নেওয়া হচ্ছে। রোববার থেকে প্রতিদিন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কাঁচা ও মাছ বাজার বসবে। বেলা তিনটা পর্যন্ত বাজারের মুদিখানা দোকান খোলা থাকবে। তিনটার পর থেকে ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।