০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভায় জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার পৌরসভা অঞ্চলের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে পৌরসভা অঞ্চলের ১২১ জন জেলের মাঝে ৮৭ জনকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্রবীণ আ.লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ সহ পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত জেলের সংখ্যা ১ হাজার ৬২৭ জন। জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা হিসেবে উপজেলায় বরাদ্দ এসেছে ১ হাজার ১৬২ জনের। পৌরসভা এলাকায় চাউল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভায় জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান

পোস্ট হয়েছেঃ ০৯:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার পৌরসভা অঞ্চলের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে পৌরসভা অঞ্চলের ১২১ জন জেলের মাঝে ৮৭ জনকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, প্রবীণ আ.লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ সহ পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত জেলের সংখ্যা ১ হাজার ৬২৭ জন। জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা হিসেবে উপজেলায় বরাদ্দ এসেছে ১ হাজার ১৬২ জনের। পৌরসভা এলাকায় চাউল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে।