Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

গোয়ালন্দে টাকার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষন, ধর্ষক কিশোর গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে টাকার লোভ দেখিয়ে ৮ ও ৬ বছর বয়সী দুই শিশুকে র্ধষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষনকারী কিশোরকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন উজানচর নতুন ময়ছের মাতুব্বর পাড়া। গ্রেপ্তারকৃত কিশোরের নাম নুর আলম (১৯)। সে উপজেলার দক্ষিন উজানচর ময়ছের মাতুব্বর পাড়ার ছোরহাব শেখ ওরফে ছরো ড্রাইভারের ছেলে।

এ ঘটনায় সোমবার রাতেই ধর্ষনের শিকার দ্বিতীয় শ্রেনীর স্কুল পড়–য়া এক শিশুর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পরে পুলিশ আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত ধর্ষনকারী নুর আলমকে গ্রেপ্তারের পর দুপুরেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্র (৮)। এ সময় প্রতিবেশী নুর আলম তাকে টাকার লোভ দেখিয়ে তার বাড়ির ঘরের শয়ন কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ূপথে ধর্ষন করে। বিষয়টি কাউকে না বলতে সে শিশুটির হাতে ১০টাকা ধরিয়ে দিয়ে ভয়ভীতি দেখায়। শিশুটি কান্না করতে করতে বাড়ি গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। পরে শিশুটির মা তার শিশু ছেলের পড়নের প্যান্ট থেকে ধর্ষনের আলামত দেখতে পান। তাৎক্ষনিকভাবে বিষয়টি তার দেবরসহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খুলে বলেন। এ সময় মামলার বাদীর ভাতিজা ধর্ষনের শিকার শিশুটির চাচাতো ভাই আরেক শিশুকে (৬) ৩দিন আগে নুর আলম ধর্ষন করে বলে জানায়। এ সময় নুর আলম তার হাতেও ৫০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখায়।

পরে দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রের মা বাদী হয়ে সোমবার দিবাগত মধ্য রাতের দিকে গোয়ালন্দ ঘাট থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা (নং-১৪) দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাছরুল আলমকে। তিনি দায়িত্ব গ্রহনের পর মঙ্গলবার ভোরের দিকে নিজ এলাকা থেকে অভিযুক্ত নুর আলমকে গ্রেপ্তার করেন।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, সোমবার রাতে শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গেলে আরেকটি শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া যায়। পরে এ ঘটনায় একটি শিশুর মা বাদী হয়ে সোমবার মধ্যরাতেই থানায় ধর্ষনের মামলা দায়ের করে। মঙ্গলবার ভোরে অভিযুক্ত আসামী নুর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় একজন ওয়ার্কশপের শ্রমিক। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছে। পরে দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি