০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধঃ গোয়ালন্দে মহিলা ভাইস চেয়ারম্যান দম্পতির পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন এবং তাঁর স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লা শনিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গত বুধবার (২৫ মে) প্রতিপক্ষ দি ডেইলি অবজারভার ও দৈনিক খোলা কাগজের গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম ও তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়া বিরোধপূর্ণ জমিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন এবং তাঁর স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে কাইয়ুম মোল্লা বলেন, আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করতে সাংবাদিক পরিচয়দানকারী সিরাজুল ইসলাম এবং তাঁর ভাই সহিদুল ইসলাম কয়েকদিন আগে নাম স্বর্বশ্ব পত্রিকায় ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেন। আমার এবং পরিবারের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রতিষ্ঠিত করতে ২৫ মে সংবাদ সম্মেলন করে সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

তিনি বলেন, ১৯৯১ সালে রেলওয়ের পরিত্যক্ত ডোবা-ভূমির একাংশের পজিশন মো. মাইনদ্দিন গংদের থেকে ক্রয় করে যৌথভাবে মৎস্যচাষ করতে থাকি। রেলওয়ে ভূমির উভয় পাশের বিভিন্ন জনের থেকে প্রজা সম্পত্তি ক্রয় করে (যার বিএস দাগ নং-২৭, ২৮ ও ৩০) পুকুর পুনঃখনন করে চালা নির্মাণ ও ফলজ, বনজ গাছ রোপন করে প্রায় ৩০ বছর ধরে মৎস্য চাষ করে আসছি। রেলওয়ের জমি সরকারের বিএস ১নং খতিয়ানভুক্ত হওয়ায় জমিতে অবস্থানরতদের আবেদনের প্রেক্ষিতে সরকারী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে যে যতটুকু অবস্থান করছেন তাদের সেভাবেই নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত দেয়। মাইনদ্দিন ও লিয়াকত গংদের ৪২ শতাংশ, শফিকুল ইসলাম গংদের ৬৮ শতাংশ এবং আমার সন্তান পিয়াস মাহমুদের নামে ৫৭ শতাংশ। আমার সন্তানের নামের বন্দোবস্তকৃত জমি বিএস ৩০ ও ৩১ নম্বর দাগের। যা আমাদের মৎস্য খামারের মাঝে অবস্থিত।

শ্যালক শফিকুল ইসলাম ১২ বছর বয়স থেকে গোয়ালন্দে বসবাস করে। গোয়ালন্দ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার। সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে গোয়ালন্দে কর্মজীবন শুরু করে। সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম গং আমাদের খামারের একাংশের জমি দাবী করলে ১৬ মে বিষয়টি নিয়ে দাবীকৃত খতিয়ানের অন্যান্য প্রজাদের সাথে বসে সঠিক পরিমাপ ও কাগজপত্র নিয়ে কথা বললে তারা অমান্য করে। বরং তারা জোরপূর্বক খামারের সামনে ভরাটকৃত রেলওয়ে জমি দখলের চেষ্টা করে। এমনকি ভয়ভীতি প্রদর্শন ও টাকা দাবী করে। অন্যথায় ক্ষতি করার হুমকি দেন বলে ২২ মে গোয়ালন্দ ঘাট থানায় জিডি করা হয়েছে।

সিরাজুল ইসলাম ও তাঁর ছোট ভাই শহিদুল ইসলামের দাবী, উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে কি ভূমিহীন? ছেলেকে ভূমিহীন কৃষক দেখিয়ে ২০১০ সালে ভূমিহীনদের জমি দখল নিতে জমি বন্দোবস্ত নেন। এ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করলে তারা আমাদের মাছের ঘেরের পাশে স্থাপিত ঘরটি ভেঙে ফেলে। তাদের লোকজন রাতের অন্ধকারে বাড়িতে এসে রজায় লাথি মেরে ভয়ভীতি দেখায়। শফিকুল ইসলাম ও তার স্ত্রী পাবনায় গ্রামের বাড়ি বাস করেন। ভাইস চেয়ারম্যান দম্পতি দক্ষিণ দৌলতদিয়ার বাসিন্দা দেখিয়ে জমি বন্দোবস্ত নেন।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, সরকারি সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের যে নীতিমালা আছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। ভাইস চেয়ারম্যান বা যেই হোন না কেন, কেউ নীতিমালা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

জমি নিয়ে বিরোধঃ গোয়ালন্দে মহিলা ভাইস চেয়ারম্যান দম্পতির পাল্টা সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ১১:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন এবং তাঁর স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লা শনিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গত বুধবার (২৫ মে) প্রতিপক্ষ দি ডেইলি অবজারভার ও দৈনিক খোলা কাগজের গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম ও তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়া বিরোধপূর্ণ জমিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন এবং তাঁর স্বামী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে কাইয়ুম মোল্লা বলেন, আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করতে সাংবাদিক পরিচয়দানকারী সিরাজুল ইসলাম এবং তাঁর ভাই সহিদুল ইসলাম কয়েকদিন আগে নাম স্বর্বশ্ব পত্রিকায় ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেন। আমার এবং পরিবারের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রতিষ্ঠিত করতে ২৫ মে সংবাদ সম্মেলন করে সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

তিনি বলেন, ১৯৯১ সালে রেলওয়ের পরিত্যক্ত ডোবা-ভূমির একাংশের পজিশন মো. মাইনদ্দিন গংদের থেকে ক্রয় করে যৌথভাবে মৎস্যচাষ করতে থাকি। রেলওয়ে ভূমির উভয় পাশের বিভিন্ন জনের থেকে প্রজা সম্পত্তি ক্রয় করে (যার বিএস দাগ নং-২৭, ২৮ ও ৩০) পুকুর পুনঃখনন করে চালা নির্মাণ ও ফলজ, বনজ গাছ রোপন করে প্রায় ৩০ বছর ধরে মৎস্য চাষ করে আসছি। রেলওয়ের জমি সরকারের বিএস ১নং খতিয়ানভুক্ত হওয়ায় জমিতে অবস্থানরতদের আবেদনের প্রেক্ষিতে সরকারী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে যে যতটুকু অবস্থান করছেন তাদের সেভাবেই নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত দেয়। মাইনদ্দিন ও লিয়াকত গংদের ৪২ শতাংশ, শফিকুল ইসলাম গংদের ৬৮ শতাংশ এবং আমার সন্তান পিয়াস মাহমুদের নামে ৫৭ শতাংশ। আমার সন্তানের নামের বন্দোবস্তকৃত জমি বিএস ৩০ ও ৩১ নম্বর দাগের। যা আমাদের মৎস্য খামারের মাঝে অবস্থিত।

শ্যালক শফিকুল ইসলাম ১২ বছর বয়স থেকে গোয়ালন্দে বসবাস করে। গোয়ালন্দ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার। সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে গোয়ালন্দে কর্মজীবন শুরু করে। সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম গং আমাদের খামারের একাংশের জমি দাবী করলে ১৬ মে বিষয়টি নিয়ে দাবীকৃত খতিয়ানের অন্যান্য প্রজাদের সাথে বসে সঠিক পরিমাপ ও কাগজপত্র নিয়ে কথা বললে তারা অমান্য করে। বরং তারা জোরপূর্বক খামারের সামনে ভরাটকৃত রেলওয়ে জমি দখলের চেষ্টা করে। এমনকি ভয়ভীতি প্রদর্শন ও টাকা দাবী করে। অন্যথায় ক্ষতি করার হুমকি দেন বলে ২২ মে গোয়ালন্দ ঘাট থানায় জিডি করা হয়েছে।

সিরাজুল ইসলাম ও তাঁর ছোট ভাই শহিদুল ইসলামের দাবী, উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে কি ভূমিহীন? ছেলেকে ভূমিহীন কৃষক দেখিয়ে ২০১০ সালে ভূমিহীনদের জমি দখল নিতে জমি বন্দোবস্ত নেন। এ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করলে তারা আমাদের মাছের ঘেরের পাশে স্থাপিত ঘরটি ভেঙে ফেলে। তাদের লোকজন রাতের অন্ধকারে বাড়িতে এসে রজায় লাথি মেরে ভয়ভীতি দেখায়। শফিকুল ইসলাম ও তার স্ত্রী পাবনায় গ্রামের বাড়ি বাস করেন। ভাইস চেয়ারম্যান দম্পতি দক্ষিণ দৌলতদিয়ার বাসিন্দা দেখিয়ে জমি বন্দোবস্ত নেন।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, সরকারি সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের যে নীতিমালা আছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। ভাইস চেয়ারম্যান বা যেই হোন না কেন, কেউ নীতিমালা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।