০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেয়া থামছে না, সংক্রমণ ঝুঁকিতে বিআইডব্লিউটিসির কর্মীরা

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলা হলেও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ একদিকে যেমন ঢাকামুখী যাচ্ছে। বিপরিত দিকে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছুটছে। প্রতিদিন রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের ঢল নামছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল শিল্প-কলকারাখান এবং পোশাক কারখানা বন্ধ থাকলেও পরবর্তীতে সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হওয়ায় প্রতিদিন সকালে দৌলতদিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ঢল নামছে। এসব মানুষ বাড়তি বিপাকে পড়ছে গণ পরিবহন না থাকায়। তাদের যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছতে হচ্ছে। মানুষের ভিড় ঠেকাতে নৌপুলিশের দেখভালের দায়িত্ব থাকলেও তাদের কোন তৎপরতা চোখে পড়েনি।

প্রতিদিনের মানুষের ভিড় থাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুকি দেখা দিয়েছে। এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ ও কর্তব্যরত সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ইতিমধ্যে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুইজন কর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সরেজমিন দেখা যায়, ঢাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানা খুলতে শুরু করায় চাকুরী বাচাতে বাধ্য হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জীবনের ঝুকি নিয়ে ঢাকামুখী নদী পাড়ি দিচ্ছে। আবার বিপরিত দিকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে আসছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় শত শত মানুষ ফেরিতে ভিড় করে আসা যাওয়া করছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন চললেও এ্যাম্বুলেন্স, জরুরী ওষুধ, পণ্যবাহি গাড়ি পারাপারের জন্য সীমিত পরিসরে পাঁচটি ফেরি চালু রয়েছে। ফেরি চালু থাকায় প্রতিদিন ভোর থেকে বেলা ১০-১১টা পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে মানুষ ভিড় করছে। এসময় সামাজিক দূরত্ব বজায় না রেখেই এসব মানুষ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে। এতে করে সবার জন্য স্বাস্থ্য ঝুকি চরমভাবে দেখা দিয়েছে।

সংস্থাটি আরো জানায়, প্রতিদিন অসংখ্য মানুষ এই রুট দিয়ে চলাচল করায় তাদের ফেরিতে ওঠার গাড়ির টিকিট ও টাকা লেনদেন করতে সংস্পর্শে যেতে হচ্ছে। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকালে ২৬ এপ্রিল বিআইডব্লিউটিসির দুইজন টার্মিনাল তত্বাবধায়কের (টিএস) শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের শরীরে দুই সপ্তাহ ধরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা দেয়ার পর এলাকা ছেড়ে নিজ এলাকায় যান। এর মধ্যে ৪২ বছর বয়সী একজন ঢাকার ধামরাইয়ে চিকিৎসকের অধিন আইসোলেশনে রয়েছেন। ৫৩ বছর বয়সী অপরজন চট্রগ্রামের শহরের বাসায় গেলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পুলিশ জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখেন। ২৬ এপ্রিল নমুনা প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হলে ওইদিন দৌলতদিয়া ঘাটে তাদের আবাসিক ম্যাস বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরদিন ২৭ এপ্রিল স্বাস্থ্য বিভাগ সংস্পর্শে থাকা সংস্থাটির ২০ কর্মীর করেনা নমুনা সংগ্রহ করে। দৌলতদিয়া দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ পারাপার হওয়ায় তাদের তদারকি করতে সংস্থার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঢাকামুখী পরিবার নিয়ে নদী পাড়ি দেওয়ার প্রাক্কেলে সাভারের একটি পোশাক কারখানার বস্ত্র প্রকৌশলী রাকিবুল হক বলেন, কয়েকদিন নিশ্চিন্তে বাসায় ছিলাম। কিন্তু অফিস থেকে বসরা বার বার ফোন করে কাজে যোগ দিতে বলছেন। চাকুরী হারানোর ভয়ে বাধ্য হয়ে ভোরে স্ত্রীকে নিয়ে রওয়ানা করেছি। আমার মতো সবাই চাকুরী হারানোর ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলের দিকে ছুটছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, সরকারি নির্দেশে রোগীবাহি এ্যাম্বুলেন্স, ওষুধ সহ জরুরী পণ্যবাহি গাড়ি পারাপারে সীমিত পরিসরে ফেরি চালু রয়েছে। কিছুদিন ধরে ভোরে মানুষ গাদাগাদি করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। এখন আমরা পড়েছি চরম সংকটের মধ্যে। দুইজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় বাকি সবার মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েকজনের নমুনা নেওয়া হয়েছে। নতুন করে আরো করোনা পজিটিভ শনাক্ত হলে দায়িত্ব পালন করা মুশকিল হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, বিআইডব্লিউটিসির ওই দুই কর্মীল সংস্পর্শে থাকা প্রত্যেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তারা যে আবাসিক ম্যাসে বসবাস করতেন, সেটি লকডাউন করা হয়েছে। এছাড়া এক সপ্তাহ ধরে উপজেলা প্রশাসনের অনুমোতি ছাড়া কোন গাড়ি ঢাকামুখী ফেরিতে উঠতে পারছে না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেয়া থামছে না, সংক্রমণ ঝুঁকিতে বিআইডব্লিউটিসির কর্মীরা

পোস্ট হয়েছেঃ ০৭:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলা হলেও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ একদিকে যেমন ঢাকামুখী যাচ্ছে। বিপরিত দিকে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছুটছে। প্রতিদিন রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের ঢল নামছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল শিল্প-কলকারাখান এবং পোশাক কারখানা বন্ধ থাকলেও পরবর্তীতে সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হওয়ায় প্রতিদিন সকালে দৌলতদিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ঢল নামছে। এসব মানুষ বাড়তি বিপাকে পড়ছে গণ পরিবহন না থাকায়। তাদের যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছতে হচ্ছে। মানুষের ভিড় ঠেকাতে নৌপুলিশের দেখভালের দায়িত্ব থাকলেও তাদের কোন তৎপরতা চোখে পড়েনি।

প্রতিদিনের মানুষের ভিড় থাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুকি দেখা দিয়েছে। এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ ও কর্তব্যরত সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ইতিমধ্যে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুইজন কর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সরেজমিন দেখা যায়, ঢাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানা খুলতে শুরু করায় চাকুরী বাচাতে বাধ্য হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জীবনের ঝুকি নিয়ে ঢাকামুখী নদী পাড়ি দিচ্ছে। আবার বিপরিত দিকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে আসছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় শত শত মানুষ ফেরিতে ভিড় করে আসা যাওয়া করছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন চললেও এ্যাম্বুলেন্স, জরুরী ওষুধ, পণ্যবাহি গাড়ি পারাপারের জন্য সীমিত পরিসরে পাঁচটি ফেরি চালু রয়েছে। ফেরি চালু থাকায় প্রতিদিন ভোর থেকে বেলা ১০-১১টা পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে মানুষ ভিড় করছে। এসময় সামাজিক দূরত্ব বজায় না রেখেই এসব মানুষ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে। এতে করে সবার জন্য স্বাস্থ্য ঝুকি চরমভাবে দেখা দিয়েছে।

সংস্থাটি আরো জানায়, প্রতিদিন অসংখ্য মানুষ এই রুট দিয়ে চলাচল করায় তাদের ফেরিতে ওঠার গাড়ির টিকিট ও টাকা লেনদেন করতে সংস্পর্শে যেতে হচ্ছে। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকালে ২৬ এপ্রিল বিআইডব্লিউটিসির দুইজন টার্মিনাল তত্বাবধায়কের (টিএস) শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের শরীরে দুই সপ্তাহ ধরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা দেয়ার পর এলাকা ছেড়ে নিজ এলাকায় যান। এর মধ্যে ৪২ বছর বয়সী একজন ঢাকার ধামরাইয়ে চিকিৎসকের অধিন আইসোলেশনে রয়েছেন। ৫৩ বছর বয়সী অপরজন চট্রগ্রামের শহরের বাসায় গেলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পুলিশ জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখেন। ২৬ এপ্রিল নমুনা প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হলে ওইদিন দৌলতদিয়া ঘাটে তাদের আবাসিক ম্যাস বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরদিন ২৭ এপ্রিল স্বাস্থ্য বিভাগ সংস্পর্শে থাকা সংস্থাটির ২০ কর্মীর করেনা নমুনা সংগ্রহ করে। দৌলতদিয়া দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ পারাপার হওয়ায় তাদের তদারকি করতে সংস্থার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঢাকামুখী পরিবার নিয়ে নদী পাড়ি দেওয়ার প্রাক্কেলে সাভারের একটি পোশাক কারখানার বস্ত্র প্রকৌশলী রাকিবুল হক বলেন, কয়েকদিন নিশ্চিন্তে বাসায় ছিলাম। কিন্তু অফিস থেকে বসরা বার বার ফোন করে কাজে যোগ দিতে বলছেন। চাকুরী হারানোর ভয়ে বাধ্য হয়ে ভোরে স্ত্রীকে নিয়ে রওয়ানা করেছি। আমার মতো সবাই চাকুরী হারানোর ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলের দিকে ছুটছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, সরকারি নির্দেশে রোগীবাহি এ্যাম্বুলেন্স, ওষুধ সহ জরুরী পণ্যবাহি গাড়ি পারাপারে সীমিত পরিসরে ফেরি চালু রয়েছে। কিছুদিন ধরে ভোরে মানুষ গাদাগাদি করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। এখন আমরা পড়েছি চরম সংকটের মধ্যে। দুইজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় বাকি সবার মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েকজনের নমুনা নেওয়া হয়েছে। নতুন করে আরো করোনা পজিটিভ শনাক্ত হলে দায়িত্ব পালন করা মুশকিল হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, বিআইডব্লিউটিসির ওই দুই কর্মীল সংস্পর্শে থাকা প্রত্যেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তারা যে আবাসিক ম্যাসে বসবাস করতেন, সেটি লকডাউন করা হয়েছে। এছাড়া এক সপ্তাহ ধরে উপজেলা প্রশাসনের অনুমোতি ছাড়া কোন গাড়ি ঢাকামুখী ফেরিতে উঠতে পারছে না।