০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ধাওয়া খেয়ে পাবনা থেকে চুরি করে আনা গরু দৌলতদিয়ার পদ্মা নদী থেকে উদ্ধার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পাবনা থেকে চুরি করে আনা ৪টি গরু উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া কলারবাগান এলাকা থেকে ৪টি গরু উদ্ধারা হয়। পরে রাতেই পাবনার সুজানগর থানা ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় প্রকৃত মালিকগনের কাছে ফেরত দেওয়া হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) জেএম সিরাজুল কবির জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে পাবনার সুজানগর থানা এলাকার পদ্মার নদীর মাঝে চর রামকান্তপুর এলাকা থেকে চোর দল ৫টি গরু চুরি করে ইঞ্জিন চালিত ট্রলারে করে পালিয়ে যায়। গরু মালিকগন হলো পাবনার সুজানগর থানার গোপালপুর গ্রামের মো. মিলন হোসেন (৪১), মানিকদি গ্রামের মাহাতাব উদ্দিন খান (৬০), রায়পুর গ্রামের মো. নিরব শেখ (২২) ও মাধুপাড়া গ্রামের মো. বাতেন মোল্লা (৫৫)।

গরুবাহি ট্রলারটি গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট হয়ে পূর্ব দিকে যাচ্ছিল। এমন খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল স্পীডবোট নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। পুলিশের ধাওয়া দেওয়ার খবর জানতে পেরে চোরদল দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে কলারবাগান এলাকায় ট্রলার থেকে চারটি গরু পানিতে ফেলে বাকি ১টি গরু নিয়ে চম্পট দেয়। দৌলতদিয়া নৌপুলিশের দল স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ওই চারটি গরু উদ্ধার করে তাদের হেফাজতে নেই।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বিষয়টি জানার পর খোয়া যাওয়া গরুর মালিকদের দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেন। তারা এসে তাদের চুরি হওয়া গরু শনাক্ত করে। পরে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইদুর রহমানের সুপারিশে প্রকৃত মালিকদের কাছে গরু ফিরিয়ে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) জেএম সিরাজুল কবির জানান, বর্ষা মৌসুম হওয়ায় নদী পথে অপরাধীদের তৎপরতা বেড়েছে। চরাঞ্চলে ইঞ্জিন চালিত ট্রলার ঠেকিয়ে পাবনার সুজানগর থানার চর রামকান্তপুর এলাকা থেকে স্থানীয় অসহায় কৃষকের পাঁচটি গরু চুরি করে। খবর পেয়ে আমরা ধাওয়া দিয়ে চারটি গরু উদ্ধার করি। তবে অপর একটি গরুসহ চোরদল পালিয়ে যায়। এ ব্যাপারে সাধারণ ডায়রীমুলে প্রকৃত মালিকগনের কাছে গরুগুলো ফেরত দেওয়া হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পুলিশের ধাওয়া খেয়ে পাবনা থেকে চুরি করে আনা গরু দৌলতদিয়ার পদ্মা নদী থেকে উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পাবনা থেকে চুরি করে আনা ৪টি গরু উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া কলারবাগান এলাকা থেকে ৪টি গরু উদ্ধারা হয়। পরে রাতেই পাবনার সুজানগর থানা ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় প্রকৃত মালিকগনের কাছে ফেরত দেওয়া হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) জেএম সিরাজুল কবির জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে পাবনার সুজানগর থানা এলাকার পদ্মার নদীর মাঝে চর রামকান্তপুর এলাকা থেকে চোর দল ৫টি গরু চুরি করে ইঞ্জিন চালিত ট্রলারে করে পালিয়ে যায়। গরু মালিকগন হলো পাবনার সুজানগর থানার গোপালপুর গ্রামের মো. মিলন হোসেন (৪১), মানিকদি গ্রামের মাহাতাব উদ্দিন খান (৬০), রায়পুর গ্রামের মো. নিরব শেখ (২২) ও মাধুপাড়া গ্রামের মো. বাতেন মোল্লা (৫৫)।

গরুবাহি ট্রলারটি গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট হয়ে পূর্ব দিকে যাচ্ছিল। এমন খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল স্পীডবোট নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। পুলিশের ধাওয়া দেওয়ার খবর জানতে পেরে চোরদল দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে কলারবাগান এলাকায় ট্রলার থেকে চারটি গরু পানিতে ফেলে বাকি ১টি গরু নিয়ে চম্পট দেয়। দৌলতদিয়া নৌপুলিশের দল স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ওই চারটি গরু উদ্ধার করে তাদের হেফাজতে নেই।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বিষয়টি জানার পর খোয়া যাওয়া গরুর মালিকদের দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেন। তারা এসে তাদের চুরি হওয়া গরু শনাক্ত করে। পরে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইদুর রহমানের সুপারিশে প্রকৃত মালিকদের কাছে গরু ফিরিয়ে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) জেএম সিরাজুল কবির জানান, বর্ষা মৌসুম হওয়ায় নদী পথে অপরাধীদের তৎপরতা বেড়েছে। চরাঞ্চলে ইঞ্জিন চালিত ট্রলার ঠেকিয়ে পাবনার সুজানগর থানার চর রামকান্তপুর এলাকা থেকে স্থানীয় অসহায় কৃষকের পাঁচটি গরু চুরি করে। খবর পেয়ে আমরা ধাওয়া দিয়ে চারটি গরু উদ্ধার করি। তবে অপর একটি গরুসহ চোরদল পালিয়ে যায়। এ ব্যাপারে সাধারণ ডায়রীমুলে প্রকৃত মালিকগনের কাছে গরুগুলো ফেরত দেওয়া হয়েছে।