ইমরান মনিম ও মইন মৃধা, গোয়ালন্দঃ জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ সরকারের উন্নয়ন ও সাফল্য ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আকবর আলী খান মর্জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা হেলাল, এনায়েত হোসেন জাকির, জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শেখ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় থেকে নৌকা মার্কায় সবচেয়ে বেশী ভোট দেয় দেবগ্রাম ইউনিয়ন। শেখ হাসিনা জানে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে তারা নৌকাকে ভোট দিবে।
তিনি আরও বলেন, দেবগ্রাম ইউনিয়ন নদী ভাঙন এলাকা। আমি উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলেছি খুব তাড়াতাড়ি নদী শাসনের কাজ শুরু হবে। আপনার দেখবেন বিএনপি’র আমলে দেশে ও দেবগ্রামে কতটুকু উন্নয়ন হয়েছে আর আওয়ামী লীগের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে। আমরা সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং নৌকায় ভোট দিবো। আপনারা মনে রাখবেন শেখ হাসিনা যে উন্নয়ন করবে তা আর কেউ করতে পারবেনা।