১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ ঘাটে আটকে থাকা দুই বোনের মালামাল ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পাড়ি দিতে ঢাকামুখী আটকে থাকা যানবাহনের দুই বোনের ভ্যানিটি ব্যাগ, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরের দিকে।

পুলিশ ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ছেড়ে আসে। বাসটি শুক্রবার ভোরের দিকে দৌলতদিয়া ঘাট এলাকার যানজটে আটকা পড়ে। এসময় বাসের যাত্রী হাসনা আক্তার (২৯) ও তার বোন টিনা আক্তার (২০) দীর্ঘক্ষণ বাসে থাকায় ক্লান্ত বোধ করে গাড়ি থেকে নামেন। এসময় ওঁত পেতে থাকা চার ছিনতাইকারী এসে অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, দুটি মুঠোফোন, একটি স্বর্ণের নাক ফুল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় এসে অবগত করেন এবং একটি মামলা (নং-৩৩) দায়ের করেন। মামলার বিষয়টি তদন্তের ভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে।

শুক্রবার দিনভর অভিযান চালিয়ে অবশেষে শুক্রবার রাতেই দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন অঞ্চল থেকে চার ছিনতাইকারী দলের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতদিয়া চেয়ারম্যান পাড়ার মো. মজিদ শেখ এর ছেলে সাব্বির হাসান (১৯), হোসেন মন্ডল পাড়ার মো. আলী সরদারের ছেলে আশিক সরদার (২১) ও কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার আজিম শেখ এর ছেলে সোহেল শেখ (১৯)। পরে পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত সকল মালামাল উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া ঘাটে ছিনতাইসহ অপরাধ দূর করতে সর্বাত্মক চেষ্টা থাকবে। শুক্রবার ভোরের দিকে ঢাকাগামী দূর পাল্লার পরিবহনের দুই বোন যাত্রীর কাছ থেকে ছিনতাইকারীরা মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। বিষয়টি জানার কয়েক ঘন্টার মধ্যেই আমরা ছিনতাকারীদের গ্রেপ্তার করাসহ লুণ্ঠনকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। একই সাথে চিহিৃত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

গোয়ালন্দ ঘাটে আটকে থাকা দুই বোনের মালামাল ছিনতাই, গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পাড়ি দিতে ঢাকামুখী আটকে থাকা যানবাহনের দুই বোনের ভ্যানিটি ব্যাগ, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরের দিকে।

পুলিশ ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ছেড়ে আসে। বাসটি শুক্রবার ভোরের দিকে দৌলতদিয়া ঘাট এলাকার যানজটে আটকা পড়ে। এসময় বাসের যাত্রী হাসনা আক্তার (২৯) ও তার বোন টিনা আক্তার (২০) দীর্ঘক্ষণ বাসে থাকায় ক্লান্ত বোধ করে গাড়ি থেকে নামেন। এসময় ওঁত পেতে থাকা চার ছিনতাইকারী এসে অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, দুটি মুঠোফোন, একটি স্বর্ণের নাক ফুল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় এসে অবগত করেন এবং একটি মামলা (নং-৩৩) দায়ের করেন। মামলার বিষয়টি তদন্তের ভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে।

শুক্রবার দিনভর অভিযান চালিয়ে অবশেষে শুক্রবার রাতেই দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন অঞ্চল থেকে চার ছিনতাইকারী দলের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতদিয়া চেয়ারম্যান পাড়ার মো. মজিদ শেখ এর ছেলে সাব্বির হাসান (১৯), হোসেন মন্ডল পাড়ার মো. আলী সরদারের ছেলে আশিক সরদার (২১) ও কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার আজিম শেখ এর ছেলে সোহেল শেখ (১৯)। পরে পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত সকল মালামাল উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া ঘাটে ছিনতাইসহ অপরাধ দূর করতে সর্বাত্মক চেষ্টা থাকবে। শুক্রবার ভোরের দিকে ঢাকাগামী দূর পাল্লার পরিবহনের দুই বোন যাত্রীর কাছ থেকে ছিনতাইকারীরা মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। বিষয়টি জানার কয়েক ঘন্টার মধ্যেই আমরা ছিনতাকারীদের গ্রেপ্তার করাসহ লুণ্ঠনকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। একই সাথে চিহিৃত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।