নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আজিজুল হক খান ওরফে মামুন। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ৩১ তম বিসিএস এর এই কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিন ওষুধ প্রশান অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুরের কাপাসিয়া এলাকায় তাঁর বাড়ি। ব্যক্তিগত জীবনে তিনি এখনো বিয়ে করেননি।
এদিকে গোয়ালন্দ উপজেলার কর্মরত ইউএনও আমিনুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম, নবাগত ইউএনও আজিজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে বিদায় ইউএনওকে ফুল দিয়ে বিদায় জানান, উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব। একই সাথে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিদায়ী ইউএনও সবার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। একই সাথে নবাগত ইউএনও আগামী দিনের কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।