০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৮০০ অতিদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিলেন কাজী কেরামত আলী এমপি

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন, শহীদ ওহাবপুর ইউনিয়ন ও খানখানাপুর ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৮০০ অসহায় অতি দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্ভোধন করেন। এসময় এসব অসহায় মানুষের মাঝে দুই কেজি করে আটা, এক কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি, গরম মসলাসহ পবিত্র শবেবরাতের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সাংসদ কাজী কেরামত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর নিজস্ব অর্থায়নে করোনার এই দুর্যোগে সাধারণ মানুষের জন্য পরিবারের লোকজনসহ দুস্থ মানুষের পাশে আছি। করোনা প্রতিরোধে সবাইকে ঘরের মধ্যে থাকতে হবে। প্রয়োজনের তাগিদে বাইরে গেলে বাড়িতে এসে সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিস্কার করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, আপনাদের মাঝে আমি ১০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই অংশ হিসেবে আজকে খানখানাপুর ইউনিয়নে ৮০০ অতিদরিদ্র দুস্থ মানুষকে এ খাদ্য সহায়তা দেয়ার কাজ শুরু করলাম। আরো খাদ্য সহায়তার প্রয়োজন হলে পর্যায়ক্রমে দেওয়া হবে।

খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কাজী কেরামত আলীর একমাত্র কন্যা মহিলা যুবলীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. সহিমুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য নবকুমার দত্ত, গোয়ালন্দ প্রপার হাউ স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, শিক্ষক মো. নাজিমদ্দিন, ফরিদ সরদার সহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ৮০০ অতিদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিলেন কাজী কেরামত আলী এমপি

পোস্ট হয়েছেঃ ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন, শহীদ ওহাবপুর ইউনিয়ন ও খানখানাপুর ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৮০০ অসহায় অতি দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্ভোধন করেন। এসময় এসব অসহায় মানুষের মাঝে দুই কেজি করে আটা, এক কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি, গরম মসলাসহ পবিত্র শবেবরাতের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সাংসদ কাজী কেরামত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর নিজস্ব অর্থায়নে করোনার এই দুর্যোগে সাধারণ মানুষের জন্য পরিবারের লোকজনসহ দুস্থ মানুষের পাশে আছি। করোনা প্রতিরোধে সবাইকে ঘরের মধ্যে থাকতে হবে। প্রয়োজনের তাগিদে বাইরে গেলে বাড়িতে এসে সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিস্কার করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, আপনাদের মাঝে আমি ১০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই অংশ হিসেবে আজকে খানখানাপুর ইউনিয়নে ৮০০ অতিদরিদ্র দুস্থ মানুষকে এ খাদ্য সহায়তা দেয়ার কাজ শুরু করলাম। আরো খাদ্য সহায়তার প্রয়োজন হলে পর্যায়ক্রমে দেওয়া হবে।

খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কাজী কেরামত আলীর একমাত্র কন্যা মহিলা যুবলীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. সহিমুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য নবকুমার দত্ত, গোয়ালন্দ প্রপার হাউ স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, শিক্ষক মো. নাজিমদ্দিন, ফরিদ সরদার সহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।