০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পুলিশের বিশেষ অভিযানঃ কলেজ ছাত্রীর অশ্লিল ছবি পোস্টকারী প্রতারক চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এক বছরের বেশি সময় ধরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রথমে প্রেমের সর্ম্পক গড়ে তোলা। পরবর্তীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর অশ্লিল ছবি পোস্ট করার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ দুই দিনের বিশেষ অভিযান চালিয়ে চট্রগ্রামের হাটহাজারি থেকে প্রতারক ওই কথিত প্রেমিক তরুণকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠিয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়ালন্দ শহরের বাসিন্দা ওই কলেজ ছাত্রীর সাথে এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্রগ্রামের হাটহাজারি এলাকার তরুণ মোহাম্মদ রিয়াজ উদ্দীন (২২) নামের এক তরুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফেসবুকের ম্যাসেঞ্জারে ওই তরুণ নিয়মিত কথা বলতে থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরী হয়। সর্ম্পকের কারণে ওই তরুন কলেজ ছাত্রী ও তার পরিবারের ছবি সংগ্রহ করে। এমনকি কলেজ ছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে সরল বিশ্বাসে তরুনকে দিয়ে দেয় এক পর্যায়ে গত বছর (২০২০) সালের মার্চ মাসের প্রথম দিকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাব দিয়ে আজে-বাজে কথা বলতে থাকলে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় কলেজ ছাত্রী। গত বছর ১৪ অক্টোবর কলেজ ছাত্রী তার ফেসবুক আইডিতে ঢুকতে গিয়ে দেখেন পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পরে দেখতে পারেন ক্ষিপ্ত হয়ে ওই তরুন কলেজ ছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে কিছু অশ্লীল ছবি পোস্টা করেছে। এমনকি কলেজ ছাত্রীর ছবির সাথে অশ্লীল ছবি যুক্ত করে পাঁচটি নতুন ফেসবুক আইডি খুলে ছেড়ে দেয়। এতে করে কলেজ ছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে মর্যাদাহানি ও হেয় প্রতিপন্ন হয়। বিষয়টি নিয়ে তরুনের সাথে একাধিকবার যোগাযোগ করেও সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে কলেজ ছাত্রী বাদী হয়ে গত ১৪ জানুয়ারী গোয়ালন্দ ঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর রাজবাড়ীমেইলকে জানান, মামলা দায়েরের পর এস.আই দেওয়ান শামিম খানকে তদন্তের ভার দেওয়া হয়। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে বিশেষ অভিযান যান শেষে শনিবার (১৬ জানুয়ারী) দিবাগত রাতে চট্রগ্রামের হাটহাজারি এলাকা থেকে অভিযুক্ত তরুনকে গ্রেপ্তার করে রোববার ভোরে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হন। তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পুলিশের বিশেষ অভিযানঃ কলেজ ছাত্রীর অশ্লিল ছবি পোস্টকারী প্রতারক চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এক বছরের বেশি সময় ধরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রথমে প্রেমের সর্ম্পক গড়ে তোলা। পরবর্তীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর অশ্লিল ছবি পোস্ট করার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ দুই দিনের বিশেষ অভিযান চালিয়ে চট্রগ্রামের হাটহাজারি থেকে প্রতারক ওই কথিত প্রেমিক তরুণকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠিয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়ালন্দ শহরের বাসিন্দা ওই কলেজ ছাত্রীর সাথে এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্রগ্রামের হাটহাজারি এলাকার তরুণ মোহাম্মদ রিয়াজ উদ্দীন (২২) নামের এক তরুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফেসবুকের ম্যাসেঞ্জারে ওই তরুণ নিয়মিত কথা বলতে থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরী হয়। সর্ম্পকের কারণে ওই তরুন কলেজ ছাত্রী ও তার পরিবারের ছবি সংগ্রহ করে। এমনকি কলেজ ছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে সরল বিশ্বাসে তরুনকে দিয়ে দেয় এক পর্যায়ে গত বছর (২০২০) সালের মার্চ মাসের প্রথম দিকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাব দিয়ে আজে-বাজে কথা বলতে থাকলে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় কলেজ ছাত্রী। গত বছর ১৪ অক্টোবর কলেজ ছাত্রী তার ফেসবুক আইডিতে ঢুকতে গিয়ে দেখেন পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পরে দেখতে পারেন ক্ষিপ্ত হয়ে ওই তরুন কলেজ ছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে কিছু অশ্লীল ছবি পোস্টা করেছে। এমনকি কলেজ ছাত্রীর ছবির সাথে অশ্লীল ছবি যুক্ত করে পাঁচটি নতুন ফেসবুক আইডি খুলে ছেড়ে দেয়। এতে করে কলেজ ছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে মর্যাদাহানি ও হেয় প্রতিপন্ন হয়। বিষয়টি নিয়ে তরুনের সাথে একাধিকবার যোগাযোগ করেও সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে কলেজ ছাত্রী বাদী হয়ে গত ১৪ জানুয়ারী গোয়ালন্দ ঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর রাজবাড়ীমেইলকে জানান, মামলা দায়েরের পর এস.আই দেওয়ান শামিম খানকে তদন্তের ভার দেওয়া হয়। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে বিশেষ অভিযান যান শেষে শনিবার (১৬ জানুয়ারী) দিবাগত রাতে চট্রগ্রামের হাটহাজারি এলাকা থেকে অভিযুক্ত তরুনকে গ্রেপ্তার করে রোববার ভোরে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হন। তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।