০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফের বাৎসরিক ওরশ অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ আতায়ে রাসুল আওলাদে আলী হিন্দেল অলি গরীব নেওয়াজ হযরত খাজা মাইনউদ্দীন চিশ্‌তি (রঃ আঃ)আজমিরী হুজুর পাকের স্মরনে ৭৬তম বাৎসরিক ওরশ রোববার (২৯ জানুয়ারী) রাতে ফরিদপুর শহরের গুড়বাজার চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে রোববার দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত ও কোরআন শরীফ খতম, বাদ মাগরিব ধর্মীয় আলোচনা, জিকির, খতমে খাজেগান শরীফ ও শেজদা শরীফ পাঠ। বাদ এশা ওয়াজ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজ করেন ঢাকার নীমতলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনউদ্দিন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মো. জহির, হাফেজ মো. সাইদসহ অন্যান্য ওলামায়ে কেরামগন।

পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠি হয়। মোনাজাত পরিচালনা করেন চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফের গদীনশীন পীরজাদা শেখ মোহাম্মদ শাহ্‌ আজিজ চিশ্‌তি জালাল। ওরশ মাহফিলে বিশিষ্ট সমাজসেবক মো. আজম খান, মো. আরিফ হোসেন, মো. ইউনুস আলীসহ ভক্তবৃন্দ, আশেকান ও গনমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফরিদপুরে চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফের বাৎসরিক ওরশ অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ আতায়ে রাসুল আওলাদে আলী হিন্দেল অলি গরীব নেওয়াজ হযরত খাজা মাইনউদ্দীন চিশ্‌তি (রঃ আঃ)আজমিরী হুজুর পাকের স্মরনে ৭৬তম বাৎসরিক ওরশ রোববার (২৯ জানুয়ারী) রাতে ফরিদপুর শহরের গুড়বাজার চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে রোববার দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত ও কোরআন শরীফ খতম, বাদ মাগরিব ধর্মীয় আলোচনা, জিকির, খতমে খাজেগান শরীফ ও শেজদা শরীফ পাঠ। বাদ এশা ওয়াজ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজ করেন ঢাকার নীমতলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনউদ্দিন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মো. জহির, হাফেজ মো. সাইদসহ অন্যান্য ওলামায়ে কেরামগন।

পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠি হয়। মোনাজাত পরিচালনা করেন চিশ্‌তি মঞ্জিল দরবার শরীফের গদীনশীন পীরজাদা শেখ মোহাম্মদ শাহ্‌ আজিজ চিশ্‌তি জালাল। ওরশ মাহফিলে বিশিষ্ট সমাজসেবক মো. আজম খান, মো. আরিফ হোসেন, মো. ইউনুস আলীসহ ভক্তবৃন্দ, আশেকান ও গনমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।