০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২৫ কেজি ওজনের পদ্মার দুই কাতল বিক্রি হলো ৩০ হাজারে

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীর ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। এর আগে আজ সোমবার ভোরের দিকে পাবনার ঢালার চর এলাকার পদ্মা নদীতে জেলে ঠান্ডু হালদারের জালে এক সঙ্গে কাতল মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, গত রোববার দিবাগত রাতে সঙ্গীদের সাথে করে নদীতে মাছ শিকারে বের হন পাবনার ঢালার চর এলাকার জেলে ঠান্ডু হালদার। রাতে ঢালার চর এলাকার পদ্মা নদীতে কয়েকবার জাল ফেলেন। ঢালার চরের শেষ সীমানা ও গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকার শুরু এমন জায়গায় পদ্মা নদীতে জাল ফেলেন। মধ্যরাত পেরিয়ে সোমবার ভোরে জাল গোটানোর সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। পরে নৌকায় জাল তুলতে তারা দেখতে পান একত্রে দুটি বড় আকারের কাতল মাছ। দুটি বড় কাতল একত্রে পাওয়ায় তাদের আনন্দের যেন সীমা নেই। ওই রাতেই তারা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। এক খেয়ে জালে দুটি বড় কাতল মাছ পাওয়ার খবর পেয়ে সকালে যোগাযোগ করেন দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী চান্দু মোল্লা। পরে দুটি মাছ তিনি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ সোমবার সকালে ফেরি ঘাটে জেল ঠান্ডু হালদার মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসে। এসময় ওজন দিয়ে দেখি দুটি কাতলের ওজন প্রায় ২৫ কেজির একটু বেশি। পরবর্তীতে তার সাথে দরদাম করে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেই। মাছ দুটি আড়ত ঘরেই রাখা হয়েছে। এসময় স্থানীয় উৎসুক অনেকে ভিড় করেন। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ হলেই তিনি মাছ দুটি বিক্রি করে দিবেন।

জেলে ঠান্ডু হালদার মুঠোফোনে জানান, রোববার রাতে নদীতে জাল নিয়ে কয়েকবার খেও দিয়ে তেমন কোন মাছ না পেয়ে হতাশ হয়ে পড়ছিলাম। পরবর্তীতে আজ ভোর ৫টার দিকে জাল গোটানোর সময় নৌকায় তুলতেই দেখি দুটি বড় কাতল। অনেক দিন পর দুটি বড় মাছ পাওয়ায় আমরা সবাই খুশি। দামও বেশ ভালো পেয়েছি বলে তারা জানান।

এর আগে গত রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

২৫ কেজি ওজনের পদ্মার দুই কাতল বিক্রি হলো ৩০ হাজারে

পোস্ট হয়েছেঃ ১১:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীর ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। এর আগে আজ সোমবার ভোরের দিকে পাবনার ঢালার চর এলাকার পদ্মা নদীতে জেলে ঠান্ডু হালদারের জালে এক সঙ্গে কাতল মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, গত রোববার দিবাগত রাতে সঙ্গীদের সাথে করে নদীতে মাছ শিকারে বের হন পাবনার ঢালার চর এলাকার জেলে ঠান্ডু হালদার। রাতে ঢালার চর এলাকার পদ্মা নদীতে কয়েকবার জাল ফেলেন। ঢালার চরের শেষ সীমানা ও গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকার শুরু এমন জায়গায় পদ্মা নদীতে জাল ফেলেন। মধ্যরাত পেরিয়ে সোমবার ভোরে জাল গোটানোর সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। পরে নৌকায় জাল তুলতে তারা দেখতে পান একত্রে দুটি বড় আকারের কাতল মাছ। দুটি বড় কাতল একত্রে পাওয়ায় তাদের আনন্দের যেন সীমা নেই। ওই রাতেই তারা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। এক খেয়ে জালে দুটি বড় কাতল মাছ পাওয়ার খবর পেয়ে সকালে যোগাযোগ করেন দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী চান্দু মোল্লা। পরে দুটি মাছ তিনি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ সোমবার সকালে ফেরি ঘাটে জেল ঠান্ডু হালদার মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসে। এসময় ওজন দিয়ে দেখি দুটি কাতলের ওজন প্রায় ২৫ কেজির একটু বেশি। পরবর্তীতে তার সাথে দরদাম করে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেই। মাছ দুটি আড়ত ঘরেই রাখা হয়েছে। এসময় স্থানীয় উৎসুক অনেকে ভিড় করেন। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ হলেই তিনি মাছ দুটি বিক্রি করে দিবেন।

জেলে ঠান্ডু হালদার মুঠোফোনে জানান, রোববার রাতে নদীতে জাল নিয়ে কয়েকবার খেও দিয়ে তেমন কোন মাছ না পেয়ে হতাশ হয়ে পড়ছিলাম। পরবর্তীতে আজ ভোর ৫টার দিকে জাল গোটানোর সময় নৌকায় তুলতেই দেখি দুটি বড় কাতল। অনেক দিন পর দুটি বড় মাছ পাওয়ায় আমরা সবাই খুশি। দামও বেশ ভালো পেয়েছি বলে তারা জানান।

এর আগে গত রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।