০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাবড়ি সহ পাজেরো জীপ জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দলের অভিযানে বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন বিকল্প সড়ক থেকে বিপুল পরিমান ইয়াবাবড়ি সহ একটি পাজেরো জীপ জব্দ করেছে। এ সময় মাদক পাচারের অভিযোগে র‌্যাব সদস্যরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মো. আকরাম আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও বেনাপোল কোতয়ালী থানার পিয়ারী মহন রোড এলাকার মৃত এম এস আলম খানের ছেলে শাহরিয়ার আলম খান (৪৪)। তাদের কাছ থেকে র‌্যাব ১০ হাজার ৯০০ পিস ইয়াবাবড়ি, ৬টি মুঠোফোনের সিমকার্ড এবং নগদ ৯ হাজার ৩০০ টাকা।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা মাগুরা-ঢাকা মহাসড়ক ব্যবহার করে বিপুল পরিমান ইয়াবা বড়ির একটি চালান পরিবহন করছে বলে খবর পান।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, বুধবার দুপুরে মাগুরা থেকে একটি পাজেরো জীপ ব্যবহার করে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ওই খবরের পর র‌্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যার আগ মুহুর্তে দৌলতদিয়া বিকল্প বা বাইপাস সড়কে চেপোস্ট বসিয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে পাজেরো জীপ থেকে ১০ হাজার ৯০০পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। একই সাথে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মুঠোফোনের সিমকার্ড, ৪টি মুঠোফোন এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৩০০ টাকা সহ মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো জীপ গাড়ি জব্দ করে। এসময় র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় বুধবার রাতে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার সকালে আসামীদের রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাবড়ি সহ পাজেরো জীপ জব্দ, গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ১০:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দলের অভিযানে বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন বিকল্প সড়ক থেকে বিপুল পরিমান ইয়াবাবড়ি সহ একটি পাজেরো জীপ জব্দ করেছে। এ সময় মাদক পাচারের অভিযোগে র‌্যাব সদস্যরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মো. আকরাম আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও বেনাপোল কোতয়ালী থানার পিয়ারী মহন রোড এলাকার মৃত এম এস আলম খানের ছেলে শাহরিয়ার আলম খান (৪৪)। তাদের কাছ থেকে র‌্যাব ১০ হাজার ৯০০ পিস ইয়াবাবড়ি, ৬টি মুঠোফোনের সিমকার্ড এবং নগদ ৯ হাজার ৩০০ টাকা।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা মাগুরা-ঢাকা মহাসড়ক ব্যবহার করে বিপুল পরিমান ইয়াবা বড়ির একটি চালান পরিবহন করছে বলে খবর পান।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, বুধবার দুপুরে মাগুরা থেকে একটি পাজেরো জীপ ব্যবহার করে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ওই খবরের পর র‌্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যার আগ মুহুর্তে দৌলতদিয়া বিকল্প বা বাইপাস সড়কে চেপোস্ট বসিয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে পাজেরো জীপ থেকে ১০ হাজার ৯০০পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। একই সাথে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মুঠোফোনের সিমকার্ড, ৪টি মুঠোফোন এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৩০০ টাকা সহ মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো জীপ গাড়ি জব্দ করে। এসময় র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় বুধবার রাতে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার সকালে আসামীদের রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়।