০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় নতুন করে ভাঙনে ২০০ ফুট বিলীন, ঝুঁকিতে ফেরি ঘাট

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে দ্রুত পানি কমে স্রোত বেড়ে যাওয়ায় ও কয়েক দিনের ভারি বৃষ্টিতে নতুন করে প্রায় ২০০ ফুট এলাকা ভাঙনে বিলীন হয়েছে। এতে করে দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা অব্যাহত রেখেছে।

সরজমিন দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৬নম্বর ঘাট পর্যন্ত নদীর পাড় দিয়ে বিআইডব্লিউটিএ বালুভর্তি জিওব্যাগ ফেলে। এরপর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভারি বৃষ্টি ও পদ্মায় দ্রুত পানি কমে স্রোত বেড়ে যাওয়ায় ভাঙনের মাত্রা বেড়েছে। বিশেষ করে ২ ও ৩নম্বর ফেরি ঘাটের মাঝের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। ৩নম্বর ফেরি ঘাটের আপের অংশ ও র‌্যামবেইজ (র‌্যামের সাথে লাগানো) অংশ বালুভর্তি বস্তাসহ নদীতে বিলীন হয়েছে। পাশের র‌্যাম দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। ভাঙন বেড়ে গেলে ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৩নম্বর ফেরি ঘাট। পাশের অন্যান্য ঘাটের কাছে ভাঙন দেখা দিলেও তা অনেকটা স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, নদীতে পানি কমতে থাকার পর থেকে হালকা ভাঙন দেখা দিয়েছে। নদী তীরবর্তী সম্পূর্ণ ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর আগে ভাঙনের মাত্রা অনেকটা বেড়েছিল। পরবর্তীতে দ্রুত বালুভর্তি জিওব্যাগ ফেললে ভাঙন থেমে যায়। কিছুদিন বিরতির পর নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমরাও ঘাট এলাকায় ব্যবসা করা নিয়ে ঝুঁকিতে আছি। ভাঙন বেড়ে গেলে যে কোন মুহুর্তে ঘাটটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সে সাথে আমাদেরও অন্যত্র সরে যাওয়া লাগতে পারে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন করতে বুধবার বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখে। দ্রুত আধুনিকায়নের কাজ শুরু হলে ভাঙন আতঙ্ক থেকে অনেকটা রেহাই পাওয়া যেত বলে সংশ্লিষ্টরা জানায়। ফেরিঘাট আধুনিকায়নের কাজ শুরু করতে দেরি হলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, গত বছর এই সময় নদীতে পানি দ্রুত কমতে থাকায় ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে দৌলতদিয়ার ২টি ফেরিঘাট বিলীন হয়ে যায়। এ বছর এখন পর্যন্ত ব্যাপক আকারে ভাঙন শুরু না হলেও বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ২ ও ৩নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ২নম্বর ঘাট চালু না থাকায় তেমন একটি সমস্যা না হলেও ভাঙন বেড়ে গেলে চালু ৩নম্বর ঘাটটি বন্ধ হয়ে যেতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান বলেন, দৌলতদিয়া ফেরি ঘাট আধুনিকায়নের কাজ করতে বুধবার একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছে। পানি উন্নয়ন বোর্ড সে ব্যাপারে ডিজাইনের কাজ শুরু করেছে। এর আগে সম্প্রতি ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হলে বিআইডব্লিউটিএ ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ২৩ হাজার ৬০০ বালুভর্তি জিওব্যাগ এবং পরবর্তীতে আরো প্রায় ২৮০০ বস্তা ফেলেছে। এরপর দ্রুত পানি কমায় স্রোত বেড়েছে, সাথে কয়েকদিনের ভারি বৃষ্টিতে বস্তাসহ ভাঙনে প্রায় ২০০ ফুট বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় নতুন করে ভাঙনে ২০০ ফুট বিলীন, ঝুঁকিতে ফেরি ঘাট

পোস্ট হয়েছেঃ ০৫:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে দ্রুত পানি কমে স্রোত বেড়ে যাওয়ায় ও কয়েক দিনের ভারি বৃষ্টিতে নতুন করে প্রায় ২০০ ফুট এলাকা ভাঙনে বিলীন হয়েছে। এতে করে দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাট ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা অব্যাহত রেখেছে।

সরজমিন দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৬নম্বর ঘাট পর্যন্ত নদীর পাড় দিয়ে বিআইডব্লিউটিএ বালুভর্তি জিওব্যাগ ফেলে। এরপর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভারি বৃষ্টি ও পদ্মায় দ্রুত পানি কমে স্রোত বেড়ে যাওয়ায় ভাঙনের মাত্রা বেড়েছে। বিশেষ করে ২ ও ৩নম্বর ফেরি ঘাটের মাঝের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। ৩নম্বর ফেরি ঘাটের আপের অংশ ও র‌্যামবেইজ (র‌্যামের সাথে লাগানো) অংশ বালুভর্তি বস্তাসহ নদীতে বিলীন হয়েছে। পাশের র‌্যাম দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। ভাঙন বেড়ে গেলে ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৩নম্বর ফেরি ঘাট। পাশের অন্যান্য ঘাটের কাছে ভাঙন দেখা দিলেও তা অনেকটা স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, নদীতে পানি কমতে থাকার পর থেকে হালকা ভাঙন দেখা দিয়েছে। নদী তীরবর্তী সম্পূর্ণ ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর আগে ভাঙনের মাত্রা অনেকটা বেড়েছিল। পরবর্তীতে দ্রুত বালুভর্তি জিওব্যাগ ফেললে ভাঙন থেমে যায়। কিছুদিন বিরতির পর নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমরাও ঘাট এলাকায় ব্যবসা করা নিয়ে ঝুঁকিতে আছি। ভাঙন বেড়ে গেলে যে কোন মুহুর্তে ঘাটটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সে সাথে আমাদেরও অন্যত্র সরে যাওয়া লাগতে পারে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন করতে বুধবার বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখে। দ্রুত আধুনিকায়নের কাজ শুরু হলে ভাঙন আতঙ্ক থেকে অনেকটা রেহাই পাওয়া যেত বলে সংশ্লিষ্টরা জানায়। ফেরিঘাট আধুনিকায়নের কাজ শুরু করতে দেরি হলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, গত বছর এই সময় নদীতে পানি দ্রুত কমতে থাকায় ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে দৌলতদিয়ার ২টি ফেরিঘাট বিলীন হয়ে যায়। এ বছর এখন পর্যন্ত ব্যাপক আকারে ভাঙন শুরু না হলেও বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ২ ও ৩নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ২নম্বর ঘাট চালু না থাকায় তেমন একটি সমস্যা না হলেও ভাঙন বেড়ে গেলে চালু ৩নম্বর ঘাটটি বন্ধ হয়ে যেতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান বলেন, দৌলতদিয়া ফেরি ঘাট আধুনিকায়নের কাজ করতে বুধবার একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছে। পানি উন্নয়ন বোর্ড সে ব্যাপারে ডিজাইনের কাজ শুরু করেছে। এর আগে সম্প্রতি ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হলে বিআইডব্লিউটিএ ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ২৩ হাজার ৬০০ বালুভর্তি জিওব্যাগ এবং পরবর্তীতে আরো প্রায় ২৮০০ বস্তা ফেলেছে। এরপর দ্রুত পানি কমায় স্রোত বেড়েছে, সাথে কয়েকদিনের ভারি বৃষ্টিতে বস্তাসহ ভাঙনে প্রায় ২০০ ফুট বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে।