মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

গোয়ালন্দে জনকল্যাণ, শাসন বন্দোবস্ত ও রাষ্ট্রচিন্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৪৯ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে “জনকল্যাণ, শাসন বন্দোবস্ত ও রাষ্ট্রচিন্তা শীর্ষক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ‘স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ’ নামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ’র প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আলিম খান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জালাল মোল্লা।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার রাজনীতি, শিক্ষা, মাদকের বিস্তার, জুয়া, নদী ভাঙন, মোবাইলফোনে আসক্তি, দ্রব্য মূল্যের উর্ধগতি, যৌনপল্লী ঘিরে নানা অপরাধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা তাদের গুরুত্বপুর্ণ মতামত তুলে ধরেন।

বক্তব্য রাখেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া, উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা মো. জালাল উদ্দীন, সেক্রেটারি এ্যাডঃ মোশাররফ হোসেন, ইসলামি আন্দোলন গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো. আবদুল আলিম, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন মোল্লা, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক লুৎফর রহমান, সাংবাদিক মেহেদুল হাসান আক্কাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.