ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৭৪ জন সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের হাতে নগত অর্থ তুলে দেন সাংসদ নিজেই। এছাড়া এসময় উপস্থিত ৪৬ জন সাংবাদিকের মাঝেও নগত অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমী মো. সায়েফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোরহাব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন প্রমুখ।