০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস করায় দেশ সেরা হয়েছে রাজবাড়ী জেলা

ইমরান হোসেনঃ কোভিড সংক্রমনের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে গত মার্চ মাস থেকে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রেখেছে শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের পড়াশোনায় বিকল্প মাধ্যমে চালিয়ে যেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাস গ্রহনের উপর জোর দিয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনা চলমান রাখতে অনলাইন ক্লাস করার কারনে দেশ সেরা হয়েছে রাজবাড়ী জেলা।

কোভিড কালীন সময়ে রাজবাড়ীতে বন্ধ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু রেখেছে। প্রতিদিন অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দান কার্যক্রম চালিয়ে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারছে। জেলার সবচেয়ে বেশি অনলাইন ক্লাস করছেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়। প্রতিদিন ১০ থেকে ১৩টি ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সদর উপজেলার ১৬টি এবং বাকি ৪টি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস নিচ্ছেন। কোভিড মহামারির সময়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটলেও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসেই পড়াশোনার করতে পেরে উপকৃত হচ্ছেন।

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, তাদের স্কুলে কোভিড কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ রেখে তারা প্রতিদিন ১০ থেকে ১৩টি ক্লাস নিচ্ছেন। এই বন্ধের সময়ে তারা এ পর্যন্ত প্রায় ৫ শত এর কাছাকাছি ক্লাস নিয়েছে। তাদের এই ক্লাস গুলো স্কুল বন্ধ সময়ে চলবে বলে জানান।

জেলা সরকারী বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়াশোনার কথা চিন্তা করে অনলাই ক্লাসের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের স্কুলে প্রতিদিন ৫ থেকে ৬ টি ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে শিক্ষক সংকট থাকায় তারা বেশি ক্লাস নিতে পারছেন না।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, জেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস গ্রহন করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের পরিশ্রমের ফলে আজ রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বেশি জোর দিচ্ছেন অনলাইন ক্লাস গুলো কিভাবে আরো মানোন্নয়ন করা যায়। সঠিক পদ্ধতিতে ক্লাস গ্রহনের মাধ্যমে পাঠদান কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার বেগম বলেন, জেলায় এ পর্যন্ত ক্লাসের সংখ্যা ৪ হাজার ৭ শ’র বেশি। সারা দেশের মধ্যে যারা দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের থেকেও ১ হাজার ৩শ ক্লাস বেশি করানো হয় রাজবাড়ীতে। জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এই দুজনের অবদানে রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসে দেশের সেরা হয়েছে। সারাদেশের অনলাইন ক্লাসগুলো এটুআই কাউন্ট করে এবং যারা অনলাইন ক্লাস নিচ্ছেন রাজবাড়ীতে এই শিক্ষকদের মধ্যে শিক্ষক বাতায়নের অন্তুর্ভুক্ত বা সদস্য বেশি। শিক্ষক বাতায়নের দ্বারা যে ক্লাস নেয়া হচ্ছে শুধু তাদের ক্লাসের হিসাব আসবে এটুআই’এর অন্তর্ভুক্ত অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে। এছাড়া শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্বার্থকতা ও স্বোচ্ছায় ক্লাস করার কারনে আজ রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসে সেরা হয়েছে।

রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুশফিকুর রহমান বলেন, রাজবাড়ীতে অনলাইন ক্লাসের দিক দিয়ে বেশি ক্লাস গ্রহন করা হয়েছে। একটি টিম ওয়ার্কের মাধ্যমে কঠোর পরিশ্রমে সফলতা অর্জন সম্ভব হয়েছে। সার্বক্ষানিক টিম ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড কালনি সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের পড়াশোনায় শিক্ষার আবহ কিছুটা হলেও কাজে আসে সে কারনে অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো কিভাবে ইফেক্টিভ করা যায় সে প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এটুআই ও শিক্ষক বাতায়নের রিপোর্ট অনুসারে রাজবাড়ী সবচেয়ে বেশি ক্লাস গ্রহন করায় দেশ সেরা হয়েছে বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস করায় দেশ সেরা হয়েছে রাজবাড়ী জেলা

পোস্ট হয়েছেঃ ০৭:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

ইমরান হোসেনঃ কোভিড সংক্রমনের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে গত মার্চ মাস থেকে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রেখেছে শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের পড়াশোনায় বিকল্প মাধ্যমে চালিয়ে যেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাস গ্রহনের উপর জোর দিয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনা চলমান রাখতে অনলাইন ক্লাস করার কারনে দেশ সেরা হয়েছে রাজবাড়ী জেলা।

কোভিড কালীন সময়ে রাজবাড়ীতে বন্ধ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু রেখেছে। প্রতিদিন অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দান কার্যক্রম চালিয়ে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারছে। জেলার সবচেয়ে বেশি অনলাইন ক্লাস করছেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়। প্রতিদিন ১০ থেকে ১৩টি ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সদর উপজেলার ১৬টি এবং বাকি ৪টি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস নিচ্ছেন। কোভিড মহামারির সময়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটলেও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসেই পড়াশোনার করতে পেরে উপকৃত হচ্ছেন।

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, তাদের স্কুলে কোভিড কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ রেখে তারা প্রতিদিন ১০ থেকে ১৩টি ক্লাস নিচ্ছেন। এই বন্ধের সময়ে তারা এ পর্যন্ত প্রায় ৫ শত এর কাছাকাছি ক্লাস নিয়েছে। তাদের এই ক্লাস গুলো স্কুল বন্ধ সময়ে চলবে বলে জানান।

জেলা সরকারী বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়াশোনার কথা চিন্তা করে অনলাই ক্লাসের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের স্কুলে প্রতিদিন ৫ থেকে ৬ টি ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে শিক্ষক সংকট থাকায় তারা বেশি ক্লাস নিতে পারছেন না।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, জেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস গ্রহন করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের পরিশ্রমের ফলে আজ রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বেশি জোর দিচ্ছেন অনলাইন ক্লাস গুলো কিভাবে আরো মানোন্নয়ন করা যায়। সঠিক পদ্ধতিতে ক্লাস গ্রহনের মাধ্যমে পাঠদান কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার বেগম বলেন, জেলায় এ পর্যন্ত ক্লাসের সংখ্যা ৪ হাজার ৭ শ’র বেশি। সারা দেশের মধ্যে যারা দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের থেকেও ১ হাজার ৩শ ক্লাস বেশি করানো হয় রাজবাড়ীতে। জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এই দুজনের অবদানে রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসে দেশের সেরা হয়েছে। সারাদেশের অনলাইন ক্লাসগুলো এটুআই কাউন্ট করে এবং যারা অনলাইন ক্লাস নিচ্ছেন রাজবাড়ীতে এই শিক্ষকদের মধ্যে শিক্ষক বাতায়নের অন্তুর্ভুক্ত বা সদস্য বেশি। শিক্ষক বাতায়নের দ্বারা যে ক্লাস নেয়া হচ্ছে শুধু তাদের ক্লাসের হিসাব আসবে এটুআই’এর অন্তর্ভুক্ত অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে। এছাড়া শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্বার্থকতা ও স্বোচ্ছায় ক্লাস করার কারনে আজ রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসে সেরা হয়েছে।

রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুশফিকুর রহমান বলেন, রাজবাড়ীতে অনলাইন ক্লাসের দিক দিয়ে বেশি ক্লাস গ্রহন করা হয়েছে। একটি টিম ওয়ার্কের মাধ্যমে কঠোর পরিশ্রমে সফলতা অর্জন সম্ভব হয়েছে। সার্বক্ষানিক টিম ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড কালনি সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের পড়াশোনায় শিক্ষার আবহ কিছুটা হলেও কাজে আসে সে কারনে অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো কিভাবে ইফেক্টিভ করা যায় সে প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এটুআই ও শিক্ষক বাতায়নের রিপোর্ট অনুসারে রাজবাড়ী সবচেয়ে বেশি ক্লাস গ্রহন করায় দেশ সেরা হয়েছে বলে জানান।