Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জুন ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশের বিভিন্ন স্থানে খাদ্যশস্য সংগ্রহ অভিযান অনেক আগেভাগে শুরু হলেও রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বুধবার। তারপরও মাত্র একজন কৃষকের ধান দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। সরকার নির্ধারিত এবং বাজার মূল্য প্রায় একই হওয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ অভিযানে কৃষকদের তেমন আগ্রহ নেই।

খাদ্য শস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের কৃষক মো. আলাউদ্দিন শেখ প্রথমে ২৫ মন ধান জমা দেন। পরে তিনি আরো দুই টন (৫০ মন) ধান দেন। ইউএনও তাঁর হাতে তিন টন ধানের চেক তুলে দেন।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নিয়াজ মাহমুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মুরাদ আলী।

কৃষক আলাউদ্দিন শেখ বলেন, এখনো সব ধান কাটা শেষ হয়নি। তাই প্রথম দিন ২৫ মন নিয়ে এসেছি। বাকি ধান পড়ে দিব। তিনি বলেন, বর্তমান বাজারে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৮০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। সরকারি গুদামে ১ হাজার ২০০ টাকা মন দরে দাম দিলেও গাড়ি ভাড়া ও সরকারি ভ্যাট রাখায় কোন লাভ নেই। তাই খুব বেশি কারো আগ্রহ নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, এ অঞ্চলে ধান কাটা এখনো শেষ হয়নি বলে উদ্বোধন দেরিতে করতে হয়েছে। গোয়ালন্দে ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করতে বললেও বাজার মূল্য প্রায় একই হওয়ায় কৃষকদের আগ্রহ নেই। ৩৫ টাকা কেজি দরে গম কিনতে বলেছে। অথচ বর্তমানে বাজারে গম বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। সে হিসেবে আমরা এক ছটাকও গম কিনতে পারবো না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়াজ মাহমুদ বলেন, গত ২৫ মে উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত কৃষকের তালিকা আমাদের কাছে দিয়েছে। এখনো ধান কাটা শেষ হয়নি, তারপরও প্রথম দিন মাত্র একজন কৃষক এসেছেন ধান দিতে। পাশাপাশি কৃষি অফিস থেকেও অনেক দেরিতে তালিকা দিয়েছে। তালিকা না পেলে আমরা কাদের কাছ থেকে ধান সংগ্রহ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, সাধারণত হাওর অঞ্চলের ওপর নির্ভর করে খাদ্য শস্য সংগ্রহের অভিযানের তারিখ নির্ধারন হয়। আমাদের এই অঞ্চলে দেরিতে ধান উঠে বলে আনুষ্ঠানিকতা করতে দেরি হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন