০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবঃ দৌলতদিয়া-পাটুরিয়ায় ১৭ ঘন্টা ফেরি বন্ধ, তিন ফেরি ঘাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি ১৭ ঘন্টা বন্ধের পর মঙ্গলবার সকালে চালু হয়েছে। ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো দৌলতদিয়ার ৩টি ঘাট বন্ধ থাকায় যান পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজির হাট রুটে বন্ধ হওয়া লঞ্চ ২২ ঘন্টা পর চালু হয়েছে

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট ঝড়ের কারনে সোমবার সকাল থেকে দেশের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল ব্যাহত হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। প্রচন্ড বাতাসে দৌলতদিয়ার ৩, ৪ এবং ৫নম্বর ঘাটের ফেরির পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ৬নম্বর ঘাট ইউটিলিটি ফেরির পন্টুনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ক্ষতিগ্রস্ত পন্টুনগুলি মেরামত কাজ শুরু করে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ।

মেরামত শেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে ৬নম্বর ঘাট চালু হয়। তবে ৩ ও ৪নম্বর ঘাটের পন্টুন সংস্কার কাজ চলছে। দৌলতদিয়ার তিনটি ঘাট বন্ধ থাকায় ঢাকামুখী পণ্যবাহীসহ নানা ধরনের গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার বলেন, ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট প্রচন্ড বাতাসে দৌলতদিয়ার ৩, ৪ ও ৫নম্বর ঘাটের পন্টুনের কব্জাগুলি ভেঙ্গে আলাদা হয়ে পানিতে তলিয়ে গেছে। ৬নম্বর ঘাটও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি অনুকূলে না থাকায় সোমবার বিকেল ৪টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৭নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। প্রাথমিক সংস্কার শেষে বেলা ১১টার পর থেকে ৬নম্বর ঘাট চালু হয়। ৩ ও ৪নম্বর ঘাট চালু করতে অনেক সময় লাগবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ১৬টি ফেরি থাকলেও সবকটি ঘাট ঠিক না থাকায় কম সংখ্যক ফেরি চালু রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় ৬ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে।

অপরদিকে ২২ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চালু হয় বলে নিশ্চিত করেন আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন। তিনি বলেন, ঘুর্ণিঝড়ের কারনে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৯টা থেকে লঞ্চে যাত্রী পারাপার শুরু হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবঃ দৌলতদিয়া-পাটুরিয়ায় ১৭ ঘন্টা ফেরি বন্ধ, তিন ফেরি ঘাট বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৭:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি ১৭ ঘন্টা বন্ধের পর মঙ্গলবার সকালে চালু হয়েছে। ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো দৌলতদিয়ার ৩টি ঘাট বন্ধ থাকায় যান পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজির হাট রুটে বন্ধ হওয়া লঞ্চ ২২ ঘন্টা পর চালু হয়েছে

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট ঝড়ের কারনে সোমবার সকাল থেকে দেশের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল ব্যাহত হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। প্রচন্ড বাতাসে দৌলতদিয়ার ৩, ৪ এবং ৫নম্বর ঘাটের ফেরির পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ৬নম্বর ঘাট ইউটিলিটি ফেরির পন্টুনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ক্ষতিগ্রস্ত পন্টুনগুলি মেরামত কাজ শুরু করে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ।

মেরামত শেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে ৬নম্বর ঘাট চালু হয়। তবে ৩ ও ৪নম্বর ঘাটের পন্টুন সংস্কার কাজ চলছে। দৌলতদিয়ার তিনটি ঘাট বন্ধ থাকায় ঢাকামুখী পণ্যবাহীসহ নানা ধরনের গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার বলেন, ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট প্রচন্ড বাতাসে দৌলতদিয়ার ৩, ৪ ও ৫নম্বর ঘাটের পন্টুনের কব্জাগুলি ভেঙ্গে আলাদা হয়ে পানিতে তলিয়ে গেছে। ৬নম্বর ঘাটও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি অনুকূলে না থাকায় সোমবার বিকেল ৪টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৭নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। প্রাথমিক সংস্কার শেষে বেলা ১১টার পর থেকে ৬নম্বর ঘাট চালু হয়। ৩ ও ৪নম্বর ঘাট চালু করতে অনেক সময় লাগবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ১৬টি ফেরি থাকলেও সবকটি ঘাট ঠিক না থাকায় কম সংখ্যক ফেরি চালু রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় ৬ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে।

অপরদিকে ২২ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চালু হয় বলে নিশ্চিত করেন আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন। তিনি বলেন, ঘুর্ণিঝড়ের কারনে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৯টা থেকে লঞ্চে যাত্রী পারাপার শুরু হয়।