০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে শহরের ডা. আবুল হোসেন কলেজে এ হামলার ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম কাওসার আহমেদ ওরফে রিপন (১৯)। তিনি ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সদর উপজেলার ধুঞ্চি গ্রামে।

কাওসার আহমেদ বলেন, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা তাকে মারধর করতে করতে ভবনের নিচে নিয়ে আসে। এরপর কলেজের প্রধান ফকটের বাইরে নিয়েও তাঁকে মারধর করা হয়। এরপর হামলাকারীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। হামলাকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন ওরফে হৃদয় নামে তাঁর এক সহপাঠীকে শনাক্ত করতে পেরেছেন বলে জানান তিনি।

একই কলেজের শিক্ষার্থী অভিযুক্ত সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কাওসারকে মারধর করি নাই। হামলা দেখতে পেয়ে ঠেকানোর চেষ্টা করেছি। এ সময় কাওসার আঘাত পেয়ে থাকতে পারে। হামলাকারীদের মধ্যে কলেজশিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। তাঁদের মধ্যে সামি, নিরব ও তাজ নামের তিনজনকে আমি চিনি।’

হামলায় কাওসারের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে আসেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ আহমেদ বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান বলেন, ‘কলেজশিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে ছুটে গিয়েছি। তবে হামলাকারীরা তখন কেউ ছিল না। শুনেছি, হামলাকারীদের মধ্যে কলেজের শিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে শহরের ডা. আবুল হোসেন কলেজে এ হামলার ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম কাওসার আহমেদ ওরফে রিপন (১৯)। তিনি ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সদর উপজেলার ধুঞ্চি গ্রামে।

কাওসার আহমেদ বলেন, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা তাকে মারধর করতে করতে ভবনের নিচে নিয়ে আসে। এরপর কলেজের প্রধান ফকটের বাইরে নিয়েও তাঁকে মারধর করা হয়। এরপর হামলাকারীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। হামলাকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন ওরফে হৃদয় নামে তাঁর এক সহপাঠীকে শনাক্ত করতে পেরেছেন বলে জানান তিনি।

একই কলেজের শিক্ষার্থী অভিযুক্ত সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কাওসারকে মারধর করি নাই। হামলা দেখতে পেয়ে ঠেকানোর চেষ্টা করেছি। এ সময় কাওসার আঘাত পেয়ে থাকতে পারে। হামলাকারীদের মধ্যে কলেজশিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। তাঁদের মধ্যে সামি, নিরব ও তাজ নামের তিনজনকে আমি চিনি।’

হামলায় কাওসারের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে আসেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ আহমেদ বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান বলেন, ‘কলেজশিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে ছুটে গিয়েছি। তবে হামলাকারীরা তখন কেউ ছিল না। শুনেছি, হামলাকারীদের মধ্যে কলেজের শিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’