০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামের স্বচ্ছল ব্যক্তিদের ব্যতিক্রমী উদ্যোগ, পরিবার প্রতি দেয়া হলো নগদ টাকা ও চাল

রাজবাড়ীমেইল ডেস্কঃ সরকার, কিংবা প্রশাসন বা কোন সংস্থার ওপর ভরসা না করে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে গ্রামের অতি অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে রিয়াজ উদ্দিন পাড়ার স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে অতি অসহায় প্রতিটি পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দিয়েছে।

উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ব্যতিক্রমী উদ্যোগের সাথে সহমত প্রকাশ করে নগদ টাকা ও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু। এমন মহোতি কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, প্রভাষক আরমান শেখ, স্থানীয় ইউপির সাবেক সদস্য আব্দুস সামাদ, সমাজসেবক হাবিবুর রহমান, জাহিদ শেখ প্রমূখ।

দেশের করোনা পরিস্থিতিতে বহু কর্মজীবী মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক দরিদ্র পরিবার বেশি অসহায় পড়েছেন। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারী সংগঠনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার স্বচ্ছল, চাকুরীজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে সম্মিলিতভাবে দাড়ানোর উদাহরণ তেমন দেখা যায়না। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগ গোয়ালন্দের রিয়াজ উদ্দিন পাড়ার ব্যক্তিরা গ্রহণ করায় সবার মাঝে প্রশংসিত হয়েছেন।

উদ্যোগের সমন্বয়কারী, রিয়াজ উদ্দিন পাড়ার বাসিন্দা ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, সারাদেশেই সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা সংস্থা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা কারোর মুখাপেক্ষি না হয়ে গ্রামের যারা স্বচ্ছল পরিবার, চাকুরীজীবী ও ব্যবসায়ী আছেন তাদের নিয়ে বসে আলোচনা করি। সবাই গ্রামের অতি অসহায় মানুষের জন্য কিছু একটা করার আগ্রহ দেখালে টাকা উত্তোলন শুরু করি। আমরা প্রথম দফায় ৮০টি পরিবারকে নগদ ১ হাজার করে টাকা এবং ১৫ কেজি করে চাল দিয়েছি। যাতে তারা অন্তত ২০দিন ভালোভাবে চলতে পারে। এক-দুই দিনের মধ্যে গ্রামের আরো ২০টি পরিবারকে একইভাবে সহযোগিতা করা হবে।

ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, সবাই সরকার, প্রশাসন, বিভিন্ন ব্যক্তির দিকে চেয়ে থাকে কখন কি পাব? অথচ এখানে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে নিজেরা অর্থের জোগান দিয়ে গ্রামের অতি অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ৫-১০ কেজি চালের পরিবর্তে একটি পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ অনেক বড় উদ্যোগ। এভাবে প্রতিটি এলাকার স্বচ্ছল ব্যক্তিরা যদি নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে সমস্যা হতো না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গ্রামের স্বচ্ছল ব্যক্তিদের ব্যতিক্রমী উদ্যোগ, পরিবার প্রতি দেয়া হলো নগদ টাকা ও চাল

পোস্ট হয়েছেঃ ০৯:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ সরকার, কিংবা প্রশাসন বা কোন সংস্থার ওপর ভরসা না করে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে গ্রামের অতি অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে রিয়াজ উদ্দিন পাড়ার স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে অতি অসহায় প্রতিটি পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দিয়েছে।

উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ব্যতিক্রমী উদ্যোগের সাথে সহমত প্রকাশ করে নগদ টাকা ও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু। এমন মহোতি কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, প্রভাষক আরমান শেখ, স্থানীয় ইউপির সাবেক সদস্য আব্দুস সামাদ, সমাজসেবক হাবিবুর রহমান, জাহিদ শেখ প্রমূখ।

দেশের করোনা পরিস্থিতিতে বহু কর্মজীবী মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক দরিদ্র পরিবার বেশি অসহায় পড়েছেন। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারী সংগঠনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার স্বচ্ছল, চাকুরীজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে সম্মিলিতভাবে দাড়ানোর উদাহরণ তেমন দেখা যায়না। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগ গোয়ালন্দের রিয়াজ উদ্দিন পাড়ার ব্যক্তিরা গ্রহণ করায় সবার মাঝে প্রশংসিত হয়েছেন।

উদ্যোগের সমন্বয়কারী, রিয়াজ উদ্দিন পাড়ার বাসিন্দা ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, সারাদেশেই সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা সংস্থা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা কারোর মুখাপেক্ষি না হয়ে গ্রামের যারা স্বচ্ছল পরিবার, চাকুরীজীবী ও ব্যবসায়ী আছেন তাদের নিয়ে বসে আলোচনা করি। সবাই গ্রামের অতি অসহায় মানুষের জন্য কিছু একটা করার আগ্রহ দেখালে টাকা উত্তোলন শুরু করি। আমরা প্রথম দফায় ৮০টি পরিবারকে নগদ ১ হাজার করে টাকা এবং ১৫ কেজি করে চাল দিয়েছি। যাতে তারা অন্তত ২০দিন ভালোভাবে চলতে পারে। এক-দুই দিনের মধ্যে গ্রামের আরো ২০টি পরিবারকে একইভাবে সহযোগিতা করা হবে।

ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, সবাই সরকার, প্রশাসন, বিভিন্ন ব্যক্তির দিকে চেয়ে থাকে কখন কি পাব? অথচ এখানে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা সম্মিলিতভাবে নিজেরা অর্থের জোগান দিয়ে গ্রামের অতি অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ৫-১০ কেজি চালের পরিবর্তে একটি পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বিতরণ অনেক বড় উদ্যোগ। এভাবে প্রতিটি এলাকার স্বচ্ছল ব্যক্তিরা যদি নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে সমস্যা হতো না।