০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় কাভার্ডভ্যান চাপায় মৃত্যুঃ ছেলেকে খুঁজতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মঈন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাটে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কভার্ডভ্যান চাপায় মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা ফরিদপুর শহরের কোতোয়ালী থানার চর কমলাপুর মহল্লার মো. ইমারত উদ্দিন মোল্লার স্ত্রী। এ সময় গাড়ির ধাক্কায় স্বামী ইমারত মোল্লাও আহত হন। পুলিশ চালক ও কাভার্ডভ্যান আটক করেছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রায় এক মাস আগে ইমারত-মর্জিনা দম্পতির ১২ বছর বয়সী ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েকদিন আগে তারা জানতে পারে তাদের ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। ছেলের সন্ধানে শনিবার (১৯ মার্চ) দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মিলে মানিকগঞ্জ যান। সেখান থেকে কাজ শেষ করে স্বামীকে সাথে করে গৃহবধু মর্জিনা বেগম ফরিদপুর শহরের বাড়ি ফিরছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে একটি ডাম্প ফেরিতে করে নদী পাড়ি দিয়ে মর্জিনা বেগম তার স্বামীর সাথে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে ভিড়ে ফেরি থেকে নেমে সংযোগ সড়কে উঠছিল। এসময় ফেরি থেকে নেমে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-০৬৮২) ফেরিঘাট সড়কের ওপরে ওঠার সময় পিছন থেকে আঘাত করলে গাড়ির নিচে পরে পিছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মর্জিনা বেগমের মৃত্যু হয়। গাড়ির আঘাতে তার স্বামী ইমারত উদ্দিন মোল্লাও আহত হন। এসময় স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন চালক সাইফুল ইসলাম (৩৫) ও কাভার্ডভ্যান আটক করে। এসময় ৩নম্বর ঘাট দিয়ে বেশ কিছু সময় ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, নিহত মর্জিনা বেগম ডাম্প (টানা) ফেরিতে এসে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে নামে। এসময় একটি কাভার্ডভ্যান ফেরি থেকে নেমে ঘাটের এ্যাপ্রোচ সড়কের ওপরে উঠার সময় পিছন থেকে আঘাত করলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গৃহবধুর করুণ মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ডভ্যানসহ চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শনিবার রাতেই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় রাতেই নিহতের স্বামী ইমারত মোল্লা বাদী হয়ে চালককে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় কাভার্ডভ্যান চাপায় মৃত্যুঃ ছেলেকে খুঁজতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

পোস্ট হয়েছেঃ ১০:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

মঈন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নম্বর ফেরি ঘাটে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কভার্ডভ্যান চাপায় মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা ফরিদপুর শহরের কোতোয়ালী থানার চর কমলাপুর মহল্লার মো. ইমারত উদ্দিন মোল্লার স্ত্রী। এ সময় গাড়ির ধাক্কায় স্বামী ইমারত মোল্লাও আহত হন। পুলিশ চালক ও কাভার্ডভ্যান আটক করেছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রায় এক মাস আগে ইমারত-মর্জিনা দম্পতির ১২ বছর বয়সী ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েকদিন আগে তারা জানতে পারে তাদের ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। ছেলের সন্ধানে শনিবার (১৯ মার্চ) দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মিলে মানিকগঞ্জ যান। সেখান থেকে কাজ শেষ করে স্বামীকে সাথে করে গৃহবধু মর্জিনা বেগম ফরিদপুর শহরের বাড়ি ফিরছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে একটি ডাম্প ফেরিতে করে নদী পাড়ি দিয়ে মর্জিনা বেগম তার স্বামীর সাথে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে ভিড়ে ফেরি থেকে নেমে সংযোগ সড়কে উঠছিল। এসময় ফেরি থেকে নেমে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-০৬৮২) ফেরিঘাট সড়কের ওপরে ওঠার সময় পিছন থেকে আঘাত করলে গাড়ির নিচে পরে পিছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মর্জিনা বেগমের মৃত্যু হয়। গাড়ির আঘাতে তার স্বামী ইমারত উদ্দিন মোল্লাও আহত হন। এসময় স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন চালক সাইফুল ইসলাম (৩৫) ও কাভার্ডভ্যান আটক করে। এসময় ৩নম্বর ঘাট দিয়ে বেশ কিছু সময় ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, নিহত মর্জিনা বেগম ডাম্প (টানা) ফেরিতে এসে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে নামে। এসময় একটি কাভার্ডভ্যান ফেরি থেকে নেমে ঘাটের এ্যাপ্রোচ সড়কের ওপরে উঠার সময় পিছন থেকে আঘাত করলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গৃহবধুর করুণ মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ডভ্যানসহ চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শনিবার রাতেই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় রাতেই নিহতের স্বামী ইমারত মোল্লা বাদী হয়ে চালককে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।