০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন ফুটবলার সুমনের চিকিৎসায় আর্থিক সহায়তার আহবান

শামীম শেখঃ মানসিক ভারসাম্যহীন সাবেক ফুটবলার মশিউর রহমান সুমনের (৩৫) চিকিৎসায় আর্থিক সহায়তার আহবান জানানো হয়েছে। এ আহবানে অনেকেই সাড়া দিচ্ছেন। ‘মানবতার সেবায় আমরা’ নামে প্রবাসীদের নিয়ে পরিচালিত অনলাইন ভিত্তিক একটি সংগঠন তার চিকিৎসায় ৫ হাজার টাকার অনুদান দিয়েছে।

শনিবার দুপুরে গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ ফুটবল একাডেমি কার্যালয়ে সংগঠনের দুইজন সদস্য এ সহায়তার অর্থ প্রদান করেন।

অসুস্থ সুমন গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার আজিবর বটলারের ছেলে। সে দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে তুখোড় ফুটবল খেলেছে। পাশাপাশি ক্রিকেট খেলাতেও পারদর্শী ছিল। প্রায় ৫ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে অসহায় জীবন যাপন করছে। দরিদ্র পরিবার তার চিকিৎসা করাতে পারছে না। অসুস্থতার কারনে তার স্ত্রী ইতিমধ্যে তাকে ছেড়ে চলে গেছে। সুমনের দিনরাত কাটে এখন রাস্তাঘাটে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফুটবল একাডেমির উপদেষ্টা শামীম শেখ, ফুটবল একাডেমির উপদেষ্টা, সাবেক ফুটবলার রফিকুল ইসলাম কোরবান, একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, একাডেমির কোচ আলমগীর হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সিনিয়র সহসভাপতি ফিরোজুল ইসলাম মিন্টু, সদস্য রফিকুল ইসলাম, বশিউর রহমান শাওন প্রমুখ।

গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, সুমন ভাইয়ের দুরবস্থা ও পরিবারের অসহায়ত্ব বিবেচনা করে তার চিকিৎসার উদ্যোগ গ্রহন করেছি। ভালো কোন মানসিক হাসপাতালে রেখে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এ জন্য প্রাথমিকভাবে অর্ধলক্ষ টাকা প্রয়োজন। একাডেমির সামর্থ্য না থাকায় আমরা শুভাকাঙ্খীদের নিকট সাহায্য আহবান করেছি। ইতিমধ্যে ১৮ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছে। যারা সহায়তা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মানসিক ভারসাম্যহীন ফুটবলার সুমনের চিকিৎসায় আর্থিক সহায়তার আহবান

পোস্ট হয়েছেঃ ০৬:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

শামীম শেখঃ মানসিক ভারসাম্যহীন সাবেক ফুটবলার মশিউর রহমান সুমনের (৩৫) চিকিৎসায় আর্থিক সহায়তার আহবান জানানো হয়েছে। এ আহবানে অনেকেই সাড়া দিচ্ছেন। ‘মানবতার সেবায় আমরা’ নামে প্রবাসীদের নিয়ে পরিচালিত অনলাইন ভিত্তিক একটি সংগঠন তার চিকিৎসায় ৫ হাজার টাকার অনুদান দিয়েছে।

শনিবার দুপুরে গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ ফুটবল একাডেমি কার্যালয়ে সংগঠনের দুইজন সদস্য এ সহায়তার অর্থ প্রদান করেন।

অসুস্থ সুমন গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ার আজিবর বটলারের ছেলে। সে দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে তুখোড় ফুটবল খেলেছে। পাশাপাশি ক্রিকেট খেলাতেও পারদর্শী ছিল। প্রায় ৫ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে অসহায় জীবন যাপন করছে। দরিদ্র পরিবার তার চিকিৎসা করাতে পারছে না। অসুস্থতার কারনে তার স্ত্রী ইতিমধ্যে তাকে ছেড়ে চলে গেছে। সুমনের দিনরাত কাটে এখন রাস্তাঘাটে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফুটবল একাডেমির উপদেষ্টা শামীম শেখ, ফুটবল একাডেমির উপদেষ্টা, সাবেক ফুটবলার রফিকুল ইসলাম কোরবান, একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, একাডেমির কোচ আলমগীর হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সিনিয়র সহসভাপতি ফিরোজুল ইসলাম মিন্টু, সদস্য রফিকুল ইসলাম, বশিউর রহমান শাওন প্রমুখ।

গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, সুমন ভাইয়ের দুরবস্থা ও পরিবারের অসহায়ত্ব বিবেচনা করে তার চিকিৎসার উদ্যোগ গ্রহন করেছি। ভালো কোন মানসিক হাসপাতালে রেখে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এ জন্য প্রাথমিকভাবে অর্ধলক্ষ টাকা প্রয়োজন। একাডেমির সামর্থ্য না থাকায় আমরা শুভাকাঙ্খীদের নিকট সাহায্য আহবান করেছি। ইতিমধ্যে ১৮ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছে। যারা সহায়তা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।