০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ১

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকা থেকে ৮৬৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টে-গ-১২-৭২৫০) আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। সেই সাথে পরবর্তীতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ওমর ফারুক সবুজ (৩১) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি  ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম আলীপুর এলাকার শহিদুল্লাহ শরিফের ছেলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ক্যাম্প র‌্যাব-৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার দিনগত রাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় অভিযানকালে একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় অভিযানিক দল গাড়িটিকে ধাওয়া করে আটক করে। তবে প্রাইভেটকার এর চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই প্রাইভেট কারে রক্ষিত গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে জানা যায় উক্ত প্রাইভেট কারের মালিক ওমর ফারুক সবুজ। তাকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি জানায়, সে এবং পলাতক আসামী ফরিদপুর জেলার রঘুনন্দনপুর এলাকার মো. নয়ন জমাদ্দারের ছেলে মোঃ ফারুক জমাদ্দার (৩৫) পরস্পর যোগসাজসে তার প্রাইভেট কার যোগে ফেন্সিডিল বহন করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ১১:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকা থেকে ৮৬৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টে-গ-১২-৭২৫০) আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। সেই সাথে পরবর্তীতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ওমর ফারুক সবুজ (৩১) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি  ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম আলীপুর এলাকার শহিদুল্লাহ শরিফের ছেলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ক্যাম্প র‌্যাব-৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার দিনগত রাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় অভিযানকালে একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় অভিযানিক দল গাড়িটিকে ধাওয়া করে আটক করে। তবে প্রাইভেটকার এর চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই প্রাইভেট কারে রক্ষিত গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে জানা যায় উক্ত প্রাইভেট কারের মালিক ওমর ফারুক সবুজ। তাকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি জানায়, সে এবং পলাতক আসামী ফরিদপুর জেলার রঘুনন্দনপুর এলাকার মো. নয়ন জমাদ্দারের ছেলে মোঃ ফারুক জমাদ্দার (৩৫) পরস্পর যোগসাজসে তার প্রাইভেট কার যোগে ফেন্সিডিল বহন করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।