শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে কয়েক’শ শিক্ষক অংশ নেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধন হতে আগামী রোববার উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ মিনিট করে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়।
এতে বক্তব্য রাখেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সমন্বয়ক শেখ নাজিম উদ্দিন, সদস্য সচিব জালাল উদ্দীন, সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, সালেহা খাতুন, রাজু শেখ, গিয়াস উদ্দিন তালুকদার, জহুরুল ইসলাম প্রমূখ।