০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মুজিব জন্মশতবর্ষে ঢা.বির চার শিক্ষার্থীর মহোতী উদ্যোগ

ষ্টাফ রিপোর্টারঃ করোনাকালীন সময়ে এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার তরুণ শিক্ষার্থীর উদ্যোগে দেশব্যাপী বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম সেবা নামক কার্যক্রম চালু করেছে। তার আলোকে রাজবাড়ীর গোয়ালন্দে ফকীর আব্দুল জব্বার ও ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ ও কন্যা শিশু কল্যাণ কেন্দ্রে স্থানীয় বয়স্ক মানুষের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

“স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার, আমরা নবীন নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেসরকারী সংস্থা কেকেএস চত্বরে আয়োজিত বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রমের তৃতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জুম অ্যাপে যোগদান করেন।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, রাজবাড়ী ডাক্তার আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক শামীমা আক্তার মুনমুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, কেকেএস সেফহোম এর কর্মচারী কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা ফকীর আমজাদ হোসেন, সংস্থাটির প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মঞ্জুরুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ ৬০ জন ব্যক্তির মাঝে মুড়ি, চিড়া, দুধ, চিনি ও সাবান প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় দফায় চিকিৎসা উদ্যোগে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া বৃদ্ধাশ্রমে ১৫টি বৃক্ষ রোপন করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী, দীপম সাহা, ইমতিয়াজ আহমেদ ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ক সাহা।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা দীপম সাহা বলেন, আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু আনন্দ আশ্রম প্রতিষ্ঠা করা। যেখানে প্রবীণ নাগরিকবৃন্দ আনন্দের সাথে আসবেন, নিজেদের মত সময় কাটাবেন। আমরা চাই তাঁদের সঙ্গ দিতে, তাঁদের সুখে-দুখের ভাগীদার হতে। তাঁদের গল্পের শ্রোতা হতে। আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মুজিব জন্মশতবর্ষে ঢা.বির চার শিক্ষার্থীর মহোতী উদ্যোগ

পোস্ট হয়েছেঃ ০৭:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনাকালীন সময়ে এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার তরুণ শিক্ষার্থীর উদ্যোগে দেশব্যাপী বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম সেবা নামক কার্যক্রম চালু করেছে। তার আলোকে রাজবাড়ীর গোয়ালন্দে ফকীর আব্দুল জব্বার ও ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ ও কন্যা শিশু কল্যাণ কেন্দ্রে স্থানীয় বয়স্ক মানুষের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

“স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার, আমরা নবীন নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেসরকারী সংস্থা কেকেএস চত্বরে আয়োজিত বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রমের তৃতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জুম অ্যাপে যোগদান করেন।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, রাজবাড়ী ডাক্তার আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক শামীমা আক্তার মুনমুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, কেকেএস সেফহোম এর কর্মচারী কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা ফকীর আমজাদ হোসেন, সংস্থাটির প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মঞ্জুরুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ ৬০ জন ব্যক্তির মাঝে মুড়ি, চিড়া, দুধ, চিনি ও সাবান প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় দফায় চিকিৎসা উদ্যোগে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া বৃদ্ধাশ্রমে ১৫টি বৃক্ষ রোপন করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী, দীপম সাহা, ইমতিয়াজ আহমেদ ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ক সাহা।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা দীপম সাহা বলেন, আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু আনন্দ আশ্রম প্রতিষ্ঠা করা। যেখানে প্রবীণ নাগরিকবৃন্দ আনন্দের সাথে আসবেন, নিজেদের মত সময় কাটাবেন। আমরা চাই তাঁদের সঙ্গ দিতে, তাঁদের সুখে-দুখের ভাগীদার হতে। তাঁদের গল্পের শ্রোতা হতে। আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান।