০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক পরিবারের উদ্যোগে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ৫ জুলাই কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবসরজনিত কারণে বিদায়ী অধ্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ এর কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। এতে বক্তব্য দেন কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক সেলিম মিয়া, সহযোগী অধ্যাপক সাহেব আলী বিশ্বাস, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা সৈয়দ রশীদ আল কামাল, সহকারী অধ্যাপক কাউসার হামিদ, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ বিশ্বাস, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রদর্শক কাজী সামছুল হুদা আলীম, প্রধান অফিস সহকারী গোলাম মহিউদ্দিন সৈকত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। এসময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদ্য বিদায়ী অধ্যক্ষ ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় কিছু স্বপ্নবান তরুণের উদ্যোগে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে ডা. আবুল হোসেন কলেজের যাত্রা শুরু হয়েছিল। এতে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা দেন বিশিষ্ট প্রবাসী চিকিৎসক দানবীর খ্যাত ডা. আবুল হোসেন। ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। উচ্চ মাধ্যমিক শ্রেনীর কার্যক্রম নিয়ে শ্রেনীপাঠ শুরু হলেও বর্তমানে মাস্টার্স শ্রেনীতেও পাঠদান করা হচ্ছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি একটি মহীরূহে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। এই কলেজ পরিবার তাঁর অবদানের কথা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুধুমাত্র জেলায় নয়, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিকিৎসা, প্রকৌশল, শিক্ষকতাসহ বিভিন্ন শ্রেণীপেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

অধ্যক্ষের কার্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ১৯৯৮ সালে এ বি এম মঞ্জুরুল আলম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে প্রায় চার হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৬৮ জন শিক্ষক কর্মরত রয়েছে। কলেজের একাডেমিক ভবন পাঁচটি, ছাত্রাবাস দুটি, ও একটি মসজিদ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীসহ এগারোটি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, পাশ কোর্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ কোর্স), স্নাতকোত্তর (অনিয়মিত) শাখায় পাঠদান করা হয়।

বর্তমানে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এছাড়া সদ্য বিদায়ী অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল পরিচালনা কমিটিতে যুক্ত হয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ০৯:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক পরিবারের উদ্যোগে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ৫ জুলাই কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবসরজনিত কারণে বিদায়ী অধ্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ এর কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। এতে বক্তব্য দেন কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক সেলিম মিয়া, সহযোগী অধ্যাপক সাহেব আলী বিশ্বাস, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা সৈয়দ রশীদ আল কামাল, সহকারী অধ্যাপক কাউসার হামিদ, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ বিশ্বাস, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রদর্শক কাজী সামছুল হুদা আলীম, প্রধান অফিস সহকারী গোলাম মহিউদ্দিন সৈকত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। এসময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদ্য বিদায়ী অধ্যক্ষ ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় কিছু স্বপ্নবান তরুণের উদ্যোগে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে ডা. আবুল হোসেন কলেজের যাত্রা শুরু হয়েছিল। এতে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা দেন বিশিষ্ট প্রবাসী চিকিৎসক দানবীর খ্যাত ডা. আবুল হোসেন। ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। উচ্চ মাধ্যমিক শ্রেনীর কার্যক্রম নিয়ে শ্রেনীপাঠ শুরু হলেও বর্তমানে মাস্টার্স শ্রেনীতেও পাঠদান করা হচ্ছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি একটি মহীরূহে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। এই কলেজ পরিবার তাঁর অবদানের কথা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুধুমাত্র জেলায় নয়, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিকিৎসা, প্রকৌশল, শিক্ষকতাসহ বিভিন্ন শ্রেণীপেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

অধ্যক্ষের কার্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ১৯৯৮ সালে এ বি এম মঞ্জুরুল আলম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে প্রায় চার হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৬৮ জন শিক্ষক কর্মরত রয়েছে। কলেজের একাডেমিক ভবন পাঁচটি, ছাত্রাবাস দুটি, ও একটি মসজিদ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীসহ এগারোটি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, পাশ কোর্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ কোর্স), স্নাতকোত্তর (অনিয়মিত) শাখায় পাঠদান করা হয়।

বর্তমানে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এছাড়া সদ্য বিদায়ী অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল পরিচালনা কমিটিতে যুক্ত হয়েছেন।