০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রক্ষনাবেক্ষন ও লোকবল সংকটে নষ্ট হচ্ছে রাজবাড়ীর বেশ কয়েকটি রেল ষ্টেশন

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ লোকবল ও রক্ষনাবেক্ষনের অভাবে বন্ধ রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোরাদাহ ট্রেন রুটে রাজবাড়ী অংশের বেশ কয়েকটি ষ্টেশনের কার্যক্রম। এই সব ষ্টেশনে যাত্রী ওঠা-নামার জন্য ট্রেন থামলেও নেই ষ্টেশন মাষ্টার, প্লাটফর্ম প্রয়োজনীয় লোকবলের পাশাপাশি নাই টিকেট কাটার কোন ধরনের ব্যবস্থা। এছাড়া ভেঙ্গে পড়েছে এসব ষ্টেশনের সব ধরনের অবকাঠামো। এতে যাত্রীদের নানা ধরনের দুর্ভোগের সাথে সরকার হারাচ্ছে রাজস্ব।

রেলের শহর রাজবাড়ী। বৃটিশ আমল থেকেই এ জেলায় ট্রেন চলাচল শুরু হয়। দেশে রেলের উন্নয়ন অব্যাহত থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোরাদাহ ট্রেন রুটে রাজবাড়ী অংশের ৯টি স্টেশনের মধ্যে গোয়ালন্দ বাজার, সূর্য্যনগর, বেলগাছি ও মাছপাড়া ৪টি স্টেশনে নাই মাষ্টার ও টিকেট কাটার কোন ব্যবস্থা। এছাড়া সূর্য্যনগর ও বেলগাছি স্টেশনের প্লাটফর্ম না থাকার পাশাপাশি ভেঙ্গে পড়েছে সব ধরনের অবকাঠমো। অনেক স্টেশনে নাই প্লাট ফর্ম, বিশ্রামাগার ও শৌচাগারের সু-ব্যবস্থা। ষ্টেশন ভবনে দেখা দিয়েছে ফাটল ও ভবনের ছাদ ও দেয়ালে গজিয়েছে পরগাছা।

সূর্যনগর স্টেশনটি বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে বিগত বিশ বছরের বেশি সময়। এতে ট্রেনে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি সব ধরনের সরকারী সুযোগ সবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ রেল রুটের হাজার হাজার যাত্রী সাধারন। ষ্টেশনে ওঠানামার প্লাটফর্ম না থাকায় ট্রেনে মহিলা, শিশু বাচ্চা, বয়স্ক মানুষ ওঠানামা ও মালামাল পরিবহনে দেখা দিচ্ছে চরম দুর্ভোগ। ষ্টেশনে টিকেট কাউন্টার, টিকেট বিক্রয় ব্যবস্থা না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার।

গোয়ালন্দ ঘাট দৌলতদিয়া থেকে পোরাদাহ, রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা, ভাটিয়াপাড়া, রাজশাহী রুটে প্রতিদিন ৫টি ট্রেন ১৪ বার আসা যাওয়া করে। রাজবাড়ী থেকে ভাঙ্গা ৬৪ কিলোমিটার রেলপথে ষ্টেশন ১২টি স্টেশনের মধ্যে মাস্টার আছে মাত্র পাঁচটিতে। এর মধ্যে খানখানাপুর, বসন্তপুর, অম্বিকাপুর, ফরিদপুর কলেজ, বাখুন্ডা, তালমা ও পুকুরিয়া ষ্টেশনে মাস্টার নেই। রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া ৯৪ কিলোমিটার রেলপথের ১৭টি ষ্টেশনের মধ্যে ৯টিতে মাস্টার নেই। ষ্টেশনগুলোর রামদিয়া, আড়কান্দি ,নলিয়া গ্রাম, ঘোড়াখালী, সাতৈর, বোয়ালমারী, সসরাইল, বনমালীপুর ও বেসপুর। এ ষ্টেশনগুলোতে বুকিং সহকারীর পদও শূন্য রয়েছে দীর্ঘদিন। বন্ধ থাকা এসব ষ্টেশনে শুধু ট্রেন থামিয়ে যাত্রী ওঠানামা করা ছাড়া আর কোন কার্যক্রম নেই।

বর্তমানে এ ষ্টেশনগুলো জনাজীর্ন অবস্থায় পরে আছে, ভেঙ্গে পরেছে অবকাঠামো। কখন ট্রেন আসে আর কখন যায়, কিছুই বোঝা যায় না। মালামাল লোড-আনলোড, টিকেট কাটা এবং যাত্রীদের বসা ও বাথরুমের কোন ব্যবস্থা না থাকায় এসব যাত্রীরা পরেছেন নানা ধরনের দুর্ভোগে। প্লাটফর্ম না থাকায় মহিলা, বয়স্ক ও শিশুদের ট্রেনে ওঠা-নামায় বিরম্বনা সহ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। দ্রুত এসব স্টেশনের কার্যক্রম শুরু করে যাত্রীসেবা নিশ্চিতের অনুরোধ জানান তারা ভুক্তভোগী এ পথের যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জনবল সংকটের কারনে বন্ধ থাকা ষ্টেশনে লোকবল দেয়া সম্ভব হচ্ছে না। নতুন করে নিয়োগ দেয়া না হলে সংকট কাটিয়ে উঠা সম্ভব হবেনা। আর এ ষ্টেশনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রক্ষনাবেক্ষন ও লোকবল সংকটে নষ্ট হচ্ছে রাজবাড়ীর বেশ কয়েকটি রেল ষ্টেশন

পোস্ট হয়েছেঃ ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ লোকবল ও রক্ষনাবেক্ষনের অভাবে বন্ধ রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোরাদাহ ট্রেন রুটে রাজবাড়ী অংশের বেশ কয়েকটি ষ্টেশনের কার্যক্রম। এই সব ষ্টেশনে যাত্রী ওঠা-নামার জন্য ট্রেন থামলেও নেই ষ্টেশন মাষ্টার, প্লাটফর্ম প্রয়োজনীয় লোকবলের পাশাপাশি নাই টিকেট কাটার কোন ধরনের ব্যবস্থা। এছাড়া ভেঙ্গে পড়েছে এসব ষ্টেশনের সব ধরনের অবকাঠামো। এতে যাত্রীদের নানা ধরনের দুর্ভোগের সাথে সরকার হারাচ্ছে রাজস্ব।

রেলের শহর রাজবাড়ী। বৃটিশ আমল থেকেই এ জেলায় ট্রেন চলাচল শুরু হয়। দেশে রেলের উন্নয়ন অব্যাহত থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোরাদাহ ট্রেন রুটে রাজবাড়ী অংশের ৯টি স্টেশনের মধ্যে গোয়ালন্দ বাজার, সূর্য্যনগর, বেলগাছি ও মাছপাড়া ৪টি স্টেশনে নাই মাষ্টার ও টিকেট কাটার কোন ব্যবস্থা। এছাড়া সূর্য্যনগর ও বেলগাছি স্টেশনের প্লাটফর্ম না থাকার পাশাপাশি ভেঙ্গে পড়েছে সব ধরনের অবকাঠমো। অনেক স্টেশনে নাই প্লাট ফর্ম, বিশ্রামাগার ও শৌচাগারের সু-ব্যবস্থা। ষ্টেশন ভবনে দেখা দিয়েছে ফাটল ও ভবনের ছাদ ও দেয়ালে গজিয়েছে পরগাছা।

সূর্যনগর স্টেশনটি বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে বিগত বিশ বছরের বেশি সময়। এতে ট্রেনে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি সব ধরনের সরকারী সুযোগ সবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ রেল রুটের হাজার হাজার যাত্রী সাধারন। ষ্টেশনে ওঠানামার প্লাটফর্ম না থাকায় ট্রেনে মহিলা, শিশু বাচ্চা, বয়স্ক মানুষ ওঠানামা ও মালামাল পরিবহনে দেখা দিচ্ছে চরম দুর্ভোগ। ষ্টেশনে টিকেট কাউন্টার, টিকেট বিক্রয় ব্যবস্থা না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার।

গোয়ালন্দ ঘাট দৌলতদিয়া থেকে পোরাদাহ, রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা, ভাটিয়াপাড়া, রাজশাহী রুটে প্রতিদিন ৫টি ট্রেন ১৪ বার আসা যাওয়া করে। রাজবাড়ী থেকে ভাঙ্গা ৬৪ কিলোমিটার রেলপথে ষ্টেশন ১২টি স্টেশনের মধ্যে মাস্টার আছে মাত্র পাঁচটিতে। এর মধ্যে খানখানাপুর, বসন্তপুর, অম্বিকাপুর, ফরিদপুর কলেজ, বাখুন্ডা, তালমা ও পুকুরিয়া ষ্টেশনে মাস্টার নেই। রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া ৯৪ কিলোমিটার রেলপথের ১৭টি ষ্টেশনের মধ্যে ৯টিতে মাস্টার নেই। ষ্টেশনগুলোর রামদিয়া, আড়কান্দি ,নলিয়া গ্রাম, ঘোড়াখালী, সাতৈর, বোয়ালমারী, সসরাইল, বনমালীপুর ও বেসপুর। এ ষ্টেশনগুলোতে বুকিং সহকারীর পদও শূন্য রয়েছে দীর্ঘদিন। বন্ধ থাকা এসব ষ্টেশনে শুধু ট্রেন থামিয়ে যাত্রী ওঠানামা করা ছাড়া আর কোন কার্যক্রম নেই।

বর্তমানে এ ষ্টেশনগুলো জনাজীর্ন অবস্থায় পরে আছে, ভেঙ্গে পরেছে অবকাঠামো। কখন ট্রেন আসে আর কখন যায়, কিছুই বোঝা যায় না। মালামাল লোড-আনলোড, টিকেট কাটা এবং যাত্রীদের বসা ও বাথরুমের কোন ব্যবস্থা না থাকায় এসব যাত্রীরা পরেছেন নানা ধরনের দুর্ভোগে। প্লাটফর্ম না থাকায় মহিলা, বয়স্ক ও শিশুদের ট্রেনে ওঠা-নামায় বিরম্বনা সহ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। দ্রুত এসব স্টেশনের কার্যক্রম শুরু করে যাত্রীসেবা নিশ্চিতের অনুরোধ জানান তারা ভুক্তভোগী এ পথের যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জনবল সংকটের কারনে বন্ধ থাকা ষ্টেশনে লোকবল দেয়া সম্ভব হচ্ছে না। নতুন করে নিয়োগ দেয়া না হলে সংকট কাটিয়ে উঠা সম্ভব হবেনা। আর এ ষ্টেশনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।