০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যৌনপল্লির বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসার হাত বাড়ালো উত্তরণ ফাউন্ডেশন

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লির অবহেলিত পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণের ব্যবস্থা করে দিল উত্তরণ ফাউন্ডেশন। পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রোববার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির মাঠ চত্বরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের বিনামূল্যে আয়োজিত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ-জামান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক আনহারুর রহমান, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক জেবুন নেছা খুশী প্রমূখ।

সভায় জানানো হয়, সমাজের অবহেলিত মানুষের জন্য মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান। যৌনপল্লির অবহেলিত মানুষ, সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া সম্প্রদায়, বেদে সম্প্রদায়সহ অবহেলিত পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের তেনাপচা এলাকায় বিশাল আকারের একটি সেফ হোম স্থাপনের জায়গা উদ্বোধন করা হয়েছে। যেখানে যৌনপল্লির পিছিয়ে পড়া শিশু সন্তান থেকে হিজড়া সম্প্রদায়কে পুর্নবাসিত করা হবে। এছাড়া পিছিয়ে পড়া এসব মানুষের জন্য পারলারের পাশাপাশি ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এসব পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন, পায়াক্ট বাংলাদেশ, মুক্তি মহিলা সমিতি এবং হিজড়া সম্প্রদায়। এতে শতাধিক নারীদের বিভিন্ন গোপনীয় রোগের ওপর চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

যৌনপল্লির বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসার হাত বাড়ালো উত্তরণ ফাউন্ডেশন

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লির অবহেলিত পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণের ব্যবস্থা করে দিল উত্তরণ ফাউন্ডেশন। পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রোববার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির মাঠ চত্বরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের বিনামূল্যে আয়োজিত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ-জামান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক আনহারুর রহমান, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক জেবুন নেছা খুশী প্রমূখ।

সভায় জানানো হয়, সমাজের অবহেলিত মানুষের জন্য মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান। যৌনপল্লির অবহেলিত মানুষ, সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া সম্প্রদায়, বেদে সম্প্রদায়সহ অবহেলিত পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের তেনাপচা এলাকায় বিশাল আকারের একটি সেফ হোম স্থাপনের জায়গা উদ্বোধন করা হয়েছে। যেখানে যৌনপল্লির পিছিয়ে পড়া শিশু সন্তান থেকে হিজড়া সম্প্রদায়কে পুর্নবাসিত করা হবে। এছাড়া পিছিয়ে পড়া এসব মানুষের জন্য পারলারের পাশাপাশি ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এসব পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন, পায়াক্ট বাংলাদেশ, মুক্তি মহিলা সমিতি এবং হিজড়া সম্প্রদায়। এতে শতাধিক নারীদের বিভিন্ন গোপনীয় রোগের ওপর চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।