ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সরকার পতনের এক দফা আন্দোলনে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়ার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনআহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার প্রাক্কালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে অফিসে পদ যাত্রায় অংশ নিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার দলের নেতা কর্মিদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে পৌছে। এসময় জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুও সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলমের সমর্থকদের মধ্যে কার্যালয়ে প্রবেশ করা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫জন নেতা কর্মী আহত হয়।
মারপিটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল গাজী, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম ও লায়েক আলীসহ ১৫ জন নেতা কর্মি আহত হয়। আহতরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু জানান, বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার দলবল ও ভারা করা লোকজন নিয়ে আসে পার্টি অফিসে।পাটি অফিসে ঢোকার সময় তাদের লোকজন আমাদের নেতা কর্মিদের উপর মারপিট শুরু করে। এতে আমাদের ১০-১৫ জন আহত হয়ে তারা রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকারের মদদপুষ্ট একটি গ্রুপ দলীয় কর্মসূচীকে বাধাগ্রস্থ করতে তাদের উপর প্রথমে হামলা চালিয়েছে। এতে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, আজ বিএনপির সরকার বিরোধী পদযাত্রায় অংশ নিতে বিএনপি কার্যালয়ে নেতা কর্মিরা আসে।এসময় বিএনপির আরেক পক্ষ তাদের পার্টি অফিসে আসলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিট শুরু হয়।পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিবেশ নিয়ন্ত্রনে আনে।